পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭br ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আইন, ১৯৯০ (৪) কর্তৃপক্ষের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান এবং তাঁহার অনুপস্থিতিতে তৎকর্তৃক নির্দেশিত উহার কোন সদস্য। (৫) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা বা কর্তৃপক্ষ গঠনে ক্রটি থাকার কারণে কর্তৃপক্ষের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না। 이 | (১) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ বাের্ডের ১৫ নিকট হইতে থোক গ্রাহক হিসাবে বিদ্যুৎ সরবরাহ পাইবে। No Co(২) কর্তৃপক্ষ বোর্ডের নিকট হইতে সরকার কর্তৃক নির্ধারিত হারে এবং প্রয়োজনবোধে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ বিদ্যুৎ ক্রয় করিবে এবং উহা বাহক কি সরকার কর্তৃকরিত হয়েলি কবি। " পণক। কর্তৃপক্ষ সরকারের সহিত সম্পাদিত চুক্তির অধীন স্থপিত কোন উৎপাদনকারী ব্যক্তি বা সংস্থার নিকট হইতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ও ཨ་"" ལྷ་རྨཨི་ཊ་ཝཾ་ལ་ཨ་ཨཱ་ཨཱི་ཨཱུ་ལྕ ༣་ཌོལ (l ངམ་ 3. w I <Ej>i* Electricity Act, 1910 (IX of 1910) ® się লাইসেলী (licensee) বলিয়া গণ্য হইবে এবং উক্ত এ্যাকটের অধীন লাইসেসীর (licensee) যাবতীয় ক্ষমতার অধিকারী হইবে এবং দায়িত্ব পালন করিবে। o ৯। (১) ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে। -ত No (২) লিতি জনাইল যথা:– (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরী so সরকার হইতে গৃহীত ঋণ; so (গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মঞ্জুরী; o (ঘ) কোন উৎস হইতে গৃহীত ঋণ বা প্রাপ্ত মঞ্জুরী; (ঙ) বিদ্যুৎ বিক্রয়লব্ধ অর্থ; (চ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত আয়। (৩) উক্ত তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে। (৪) উক্ত তহবিল হইতে কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে। S ধারা ৭ক, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ২৪ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত।