পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০ 어 ১৬। (১) কাউন্সিল যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের * বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। -> (২) বাংলাদেশের মহা-হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর কাউন্সিলের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও কাউন্সিলের নিকট পেশ করবেন। ് - (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব-নিরীক্ষক No কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি কাউন্সিলের সকল o রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভাণ্ডার এবং o অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পরিবেন এবং কাউন্সিলের কোন সদস্য, <o" BB BMD Dk kBBB BBBB BBS কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। ve - ১৭। কাউন্সিলের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কাউন্সিল কাউন্সিলের কর্মকর্তা প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা, পরামর্শদাতা, উপদেষ্ট ও অন্যান্য কর্মচারী নিয়োগ ** কতিপত্রিক জলের চারশাল নিয়তি হল। ১৮। (১) প্রতি বৎসর ৩০শে জুনের মধ্যে কাউন্সিল তৎকর্তৃক পূর্ববর্তী প্রতিবেদন বৎসরে সম্পাদিত কার্যাবলীর খতিয়ান-সম্বলিত একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। qŞ` (২) সরকার প্রয়োজনমত কাউন্সিলের নিকট হইতে যে কোন সময় কাউন্সিলের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহান করিতে পরিবে এবং কাউন্সিল উহা সরকার নিকট সরবরাহকরতে বাধ থাকবে। Soo ১৯। এই আইন বা কোন বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসে কৃত দায়মুক্তি কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা হওয়ার সম্ভাবনা থাকিলে কোন সদস্য বা কাউন্সিলের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের করা যাইবে না। o ২০। কাউন্সিলের সদস্যগণ, কাৰ্যনিৰ্বাহী পরিচালক, কাৰ্যনিৰ্বাহী পরিষদের জনসেবক সদস্যগণ এবং কাউন্সিলের কর্মকর্তা ও কর্মচারীগণ Penal Code, 1860 (Act XLV of 1860) to section 21 a public servant” (SFGFRE) SR কথাটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে aepublic servant” (জনসেবক) CŞ বলিয়া গণ্য হইবেন।

  • “এই আইন বা কোন বিধি” শব্দগুলি “এই বা কোন বিধি” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ কমম্পিউটার কাউন্সিল

(সংশোধন) আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৫৫ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।