পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণভোট আইন, ১৯৯১ ᎼᎩ Ꮔ (৩) উপ-ধারা (২) এর অধীন কমিশন কোন ভোটকেন্দ্রে পুনরায় ভোট তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিয়া একটি গণ-বিজ্ঞপ্তি জারী করিবেন। (৪) উপ-ধারা (৩) এর অধীন গৃহীতব্য ভোট গ্রহণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট NONভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকল ভোটারকে ভোট প্রদান করিতে দেওয়া হইবে ് এবং উপ-ধারা (১) এর অধীন ভোট গ্রহণের সময় প্রদত্ত কোন ভোট গণনা করা aš হইবে না। & ১০। এই আইনের অধীন গণভোট গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হইবে গোপন ব্যালটের এবং কমিশন কর্তৃক নির্ধারিত ব্যালটের মাধ্যমে প্রত্যেক ভোটার ভোটদান মাধ্যমে ভোটগ্ৰহণ করিবেন। so o ১১। (১) সহকারী রিটানিং অফিসার প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে ব্যালট বাক্স প্রয়োজনীয় সংখ্যক ব্যালট বাক্স সরবরাহ করিবেন। so (২) নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত, নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করিতে হইবে। §o റ്റ് (৩) ভোট গ্রহণকালে কোন ভোটকক্ষে একই সময়ে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাইবে না। o (৪) ভোটগ্ৰহণ শুরু করার জন্য নির্ধারিত সময়ের অনুন্ন অর্ধ ঘণ্টা পূর্বে প্রিজাইডিং অফিসার- o ~ (ক) নিশ্চয়ত বিধান করেন যে, ব্যবহৃতব্য বাল্ট বাক্সট সম্পূর্ণ শূন্য (খ) শূন্য ব্যালট বাক্সটি গালার সাহায্যে সীল করবেন; (*) ভোটারগণ যাঁহাতে সহজভাবে ভোটদান করিতে পারেন সেইভাবে সেল ময়মবােটকট দলে N. (6) একটি ব্যালট বাক্স ভরিয়া গেলে অথবা উহা আর ব্যবহার করা না স্থানে রাখিবেন এবং অন্য একটি ব্যালট বাক্স উপ-ধারা (৪) এ বর্ণিত প্রণালী অনুযায়ী ব্যবহার করিবার জন্য স্থাপন করিবেন। o S. ১২। প্রিজাইডিং অফিসার, নির্বাচন কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত ভোটকেন্দ্রে প্রবেশ CŞ নির্দেশ সাপেক্ষে, একই সময়ে ভোটকেন্দ্রে প্রবেশ করিতে পারিবে এমন ভোটারগণের সংখ্যা নির্ধারণ করিবেন এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ ব্যতীত অন্য (ক) ভোটগ্রহণের কাজে দায়িত্বরত যে কোন ব্যক্তি;