পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ こ○あ ১০। (১) পুলিশ কমিশনারের বিবেচনায় যদি কোন ব্যক্তির সাহায্য সহায়ক পুলিশ কর্মকর্তা হিসাবে নিয়োগ করিতে পারিবেন। (২) নিযুক্ত হইবার পর, প্রত্যেক সহায়ক পুলিশ কর্মকর্তা NON (ক) দ্বিতীয় তফসিলে বর্ণিত ফরমে একটি সার্টিফিকেট পাইবেন; ് (খ) অন্য যে কোন পুলিশ কর্মকর্তার অনুরূপ ক্ষমতা ও সুবিধাদি ভোগ ও so দায়িত্ব পালন করিবেন; CŞ (গ) অন্য যে কোন পুলিশ কর্মকর্তার জন্য যে শাস্তির বিধান রহিয়াছে সেই o শাস্তির বিধানের আওতায় থাকিবেন; o () ... శశా శాశ్వ శా সেইরূপ কর্তৃপক্ষের কর্তৃত্বাধীন থাকিবেন। o, o ১১। পুলিশ কমিশনার এই আইন ও বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া বাহিনীর প্রশাসনে সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে আদেশ জারী করতে পারবেন, যথা:- 3:.. (ক) বাহিনীর পরিদর্শন; o (খ) পুলিশ কর্মকর্তা কর্তৃক সংবাদ ও গোপন তথ্য সংগ্ৰহ ও অবহিতকরণ; (গ) বাহিনীর অস্ত্রশস্ত্র, পোশাক ও శాశి পরিমাণ; (ঘ) বাহিনীর সদস্যদের আবাস স্থল s (ঙ) বাহিনীর প্রশাসন ও কালর সহিত সংশ্লিষ্ট কোন তহবিল গঠন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ;-) o (চ) বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং উহা পালনের পদ্ধতি \ෂි শর্ত: * o (ছ) বাহিনীর দক্ষতা ও শৃংখলা; (জ) পুলিশ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার ও কর্তব্যে অবহেলা নিরোধ। o ১২। (১) সংবিধানের ১৩৫ অনুচ্ছেদের বিধান এবং বিধি সাপেক্ষে, পুলিশ অধস্তন কর্মকর্তাদের কমিশনার অর্থবা পুলিশ কমিশনার হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন পতি উর্ধ্বতন কর্মকর্তা কোন অধস্তন কর্মকর্তাকে অবাধ্যতা, শৃংখলাভংগ, অসদাচরণ, দুনীতি কর্তব্য অবহেলা বা কর্তব্য পালনে শিথিলতা অথবা কোন কার্যের দ্বারা তাহাকে তিনি লিখিত আদেশ দ্বারা কারণ লিপিবদ্ধ করিয়া, নিম্নবর্ণিত যে কোন এক বা একাধিক শাস্তি দিতে পারিবেন, যথা: (ক) চাকুরী হইতে বরখাস্ত;