পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ ՀԳ5 ৮৬। কোন ব্যক্তি কোন সরকারী বা স্থানীয় কর্তৃপক্ষের কোন দালানে গিয়া বিজ্ঞপ্তি অমান্য করিয়া উক্ত দালানে লটকানো নোটিশ অমান্য করিয়া ধুমপান করিলে বা থুথু ফেলিলে, 18 তিনি একশত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। ৮৭। কোন ব্যক্তি সন্তোষজনক কারণ ছাড়া কোন বসত বাড়িতে বা উহার ইচ্ছাকৃতভাবে NQপ্ৰাংগণে বা উহার সংলগ্ন জমিতে বা মাঠে অর্থবা সরকারী জমি, স্মৃতি মিনার, "*** ് নৌকা, জলযান বা যানবাহনে অনধিকার প্রবেশ করিলে, তিনি একশত টাকা No পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। o ৮৮। কোন ব্যক্তি সজ্ঞানে অগ্নিকাণ্ডের মিথ্যা সংকেত দিলে অথবা অগ্নিকাণ্ডের মিথ্যা দেওয়াইলে অথবা মিথ্যা সংকেত প্রদানের জন্য রাস্তায় সংরক্ষিত অগ্নিকাণ্ডের ಛಿ। সংকেত-যন্ত্রের কাচ ভাংগিলে অথবা অন্যভাবে উহার ক্ষতি করিলে তিনি তিন দণ্ড মাস পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় - হইবেন। ു് ৮৯। কোন ব্যক্তিকে সূর্যস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে নিম্নবর্ণিত সুৰ্যন্ত হইতে দেয় অবস্থায় পাওয়া গেলে, সেই ব্যক্তি এক বৎসর পর্যন্ত কারাদণ্ড বা দুই হাজার ੇময়ের মধ্যে টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন, যথা:- ൽ চলাফেরার দণ্ড co (ক) সন্তোষজনক কারণ ছাড়া, কোন মারাত্মক অস্ত্রে সজ্জিত; অথবা o -- (খ) সন্তোষজনক কারণ ছাড়া, মুখ ঢাকা অথবা ছদ্মবেশে অথবা (গ) সন্তোষজনক কারণ ছাড়া, কোন বাসগৃহে বা অন্য কোন গৃহে, অথবা কেন লক জলবাযনবাহন অথবা (ঘ) সন্তোষজনক কারণ ছাড়া, কোন রাস্তায় প্ৰাংগণে বা অন্য স্থানে শায়িত বা ঘুরাফেরা করিতে; অথবা so -- (ঙ) সন্তোষজনক কারণ ছাড়া, ঘরের দরজা ভাংগার যন্ত্র কাছে রাখা অবস্থায়। o o ৯০ দশ আল না হল অব লিন্স বান্ধী বা বালল। কর্তৃত্ব ছাড়া অস্ত্র রাইফেলস্ এর সদস্য না হইয়া অনুরূপ দায়িত্বে রত না থাকিয়া, কোন ব্যক্তি "" তলোয়ার আগ্নেয়াস্ত্র বা অন্য কোন আক্রমণাত্মক অস্ত্রে কিংবা কোন বিস্ফোরক দ্রব্যে কোন রাস্তায় বা জনসাধারণের ব্যবহার্য স্থানে আইনানুগ কর্তৃপক্ষের অনুমতি S২ ছাড়া সজ্জিত থাকিলে, পুলিশ কর্মকর্তা তাহাকে নিরস্ত্র করিয়া তাহার সংগে প্রাপ্ত অস্ত্র CŞ কাড়িয়া লইতে পরিবেন এবং তজ্জন্য পুলিশ কমিশনার তাহাকে অনধিক এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করিতে পারিবেন এবং উক্ত জরিমানার অর্থ এক মাসের মধ্যে পরিশোধ না করিলে উহা সরকারে বাজেয়াপ্ত হইবে।