পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరిం( বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ ১৯৯২ সনের ৩৪নং আইন [৯ আগস্ট, ১৯৯২] NONఫి Sసిఫిచి ് বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধানকল্পে প্রণীত আইন। * যেহেতু দেশে উচ্চ শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও ব্যাপক সম্প্রসারণ, ് সর্বসাধারণের জন্য উচ্চ শিক্ষা সুলভকরণ এবং উহার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী Coo এবং যেহেতু দেশের কতিপয় জনকল্যাণকামী ব্যক্তি, ব্যক্তি-গোষ্ঠী, भाउदै ট্রাষ্ট ও প্রতিষ্ঠান বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করিতে আগ্রহী; o QN এবং যেহেতু বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরণকল্পে বিধান করা প্রয়োজনীয় ও সমীচীন; ൽ কেওলালিলিক লেঃ১। এই আইন বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ নামে অভিহিত অতিরিনামা হইবে। © S ২।দিবাঞ্চল ছিলেনন্দ্রিনালি এই আইনে,- সংজ্ঞা (ক) “অনুষদ” ཨུ༦༠་ཡི་ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদ: (*) “একাডেমিক কাউন্সিল” অর্থ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল (গ) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনে উল্লিখিত বা উহার অধীনে গঠিত কোন o কর্তৃপক্ষ; § (ঘ) “ট্রাষ্টি বোর্ড” অর্থ ধারা ১৪(১) এ উল্লিখিত ট্রাষ্টি বোর্ড; & (ঙ) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ১৪(১) এ উল্লিখিত পরিচালনা পর্ষদ; O (চ) “প্রতিষ্ঠাতা” অর্থ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনকারী কোন ব্যক্তি, ব্যক্তি-গোষ্ঠী, দাতব্য ট্রাষ্ট বা অন্য কোন প্রতিষ্ঠান;