পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসুবিধা দূরীকরণ সংজ্ঞা حمیر বোর্ডের ক্ষমতা ՎԶԳՆ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ ৪৮। বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে বা উহার কোন কর্তৃপক্ষের প্রথম বৈঠকের ব্যাপারে এই আইনের বিধানাবলী প্রথমবার কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধা দূরীকরণের জন্য সমীচীন বা প্রয়োজনীয় বলিয়া চ্যান্সেলরের নিকট প্রতীয়মান হইলে তিনি আদেশ দ্বারা এই আইন ও সংবিধির সহিত যতদুর সম্ভব সংগতি রাখিয়া যে কোন পদে নিয়োগদান বা অন্য কোন ব্যবহ গ্রহ করতে পরিন এবং এই প্রকার প্রত্যেকটু আদেশ এইরূপ - কার্যকর হইবে যেন উক্ত নিয়ােগদান ও ব্যবস্থা গ্রহণ এই আইনের বিধানত অনুসারেই করা | ് তফসিল o, [ধারা ৩২ (২) দ্রষ্টব্য o বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি s ১। বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই সংবিধিতে (ক) "আইন" অর্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৩৮ নং আইনে); -- ০১ No (খ) “কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973) alsT offo Univeristy Gnis Commission of Bangladesh; (গ) “কর্তৃপক্ষ" অর্থ ১৮তে উল্লিখিত কোন কর্তৃপক্ষ o (ঘ) “ধারা” অর্থ আইনের কোন ধারা। ২। ধারা ২০ এ বর্ণিত ক্ষমতাসমূহ ছাড়াও বোর্ডের নিম্নবর্ণিত ক্ষমতা সমূহ O s (ক) পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, আঞ্চলিক কেন্দ্রের N পরিচালক এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টি করা এবং ঐ সকল পদে নিয়োগ করা: (খ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ফেলোশীপ এবং শিক্ষা সংক্রান্ত অন্যান্য পদ সৃষ্টি করা এবং ঐ সকল পদে নিয়োগ করা: (গ) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও সম্পত্তির ব্যবস্থাপনা ও বিনিয়োগ এবং তৎসংক্রান্ত হিসাব সংরক্ষণ ও প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় এজেণ্ট নিয়োগ করা: (ঘ) বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সুচারুরূপে সম্পাদনের উদ্দেশ্যে কোন ইমারত ও আঙ্গিনা তৈয়ার বা ভাড়া করা এবং কোন আসবাবপত্র, যন্ত্রপাতি, সাজসরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থাকরণ; -