পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ vరిaసా (৪) ভীন বিশ্ববিদ্যালয়ের পাঠ্য কার্যক্রমের তালিকাসমূহ স্কুলের বিভাগসমূহে প্রেরণ করবেন এবং ঐ সকল বিভাগে শিক্ষা প্রদান সম্পর্কে দায়ী থাকিবেন। (৫) উীন কোন স্কুলের যে কোন কমিটির যে কোন সভায় উপস্থিত হইয়া বক্তব্য রাখার অধিকারী হইবেন, কিন্তু সংশ্লিষ্ট কমিটির সদস্য না হইয়া থাকিলে তিনি উহার সভায় ভোট দিতে পারিবেন না। NON് No ৭। (১) অর্থ কমিটি বোর্ডের কর্তৃত্ব সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের আর্থিক -- ব্যবস্থাপনা তত্ত্বাবধানের জন্য দায়ী থাকিবে। (২) ধাপ (গ্রেড) সংশোধন, স্কেল উন্নয়ন এবং বাজেটের অন্তর্ভুক্ত নহে কর্তৃক পরীক্ষিত হইবে। ് (৩) কোষাধ্যক্ষ কর্তৃক প্রস্তুতকৃত বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক হিসাব এবং আর্থিক প্রাক্কলন বিবেচনা ও মতামতের জন্য অর্থ কমিটিতে পেশ করিতে হইবে এবং তৎপর উহা বোর্ডের নিকট পেশ করিতে হইবে। ം് ৮। (১) বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক প্ল্যানিং কমিটি থাকিবে, যাহা শিক্ষা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে একাডেমিক কাউন্সিল ও ভাইস-চ্যান্সেলরকে সহায়তা দান করিবে। o (২) একাডেমিক প্ল্যানিং কমিটি নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- o (ক) ༦ རྩོམ་ S”“ཡཱ་ཡཱ་མ་ Y(খ) বোর্ড কর্তৃক মনােনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর

  • No থেকে স্থমেলা লজ

o கு ভাইস-চ্যান্সেলর কর্তৃক একাডেমিক কাউন্সিলের সদস্যগণের মধ্য হইতে মনোনীত দুইজন সদস্য; S o (ঙ) বোর্ড কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বাহির হইতে মনোনীত দুইজন sò বিশেষজ্ঞ । CŞ (৩) ভাইস-চ্যান্সেলর বা তাহার মনোনীত কোন ব্যক্তি একাডেমিক প্ল্যানিং কমিটির চেয়ারম্যান হইবেন। (৪) রেজিস্ট্রার একাডেমিক প্ল্যানিং কমিটির সচিব হিসাবে কাজ করিবেন। N & كم كم كما এমন কোন বিষয় সংক্রান্ত প্রস্তাবসমূহ বোর্ড কর্তৃক বিবেচনার পূর্বে অর্থ কমিটি ২ o একাডেমিক প্ল্যানিং