পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ 8ෙව් ২৪। (১) বাংলাদেশ ট্যারিফ কমিশন প্রতিষ্ঠার সংগে সংগে বাণিজ্য টুরিফ কমিশন মন্ত্রনালয়ের ২৮শে জুলাই, ১৯৭৩ সনের রিজিলিউশন নং এডমিন-১ই- বিলোপ, ইত্য ২০/৭৩/৬৩৬, অতঃপর উক্ত রিজিলিউশন বলিয়া উল্লিখিত, বাতিল হইয়া যাইবে । (২) উক্ত রিজিলিউশন বাতিল হইবার সংগে সংগে- 。 (ক) উক্ত রিজিলিউশনের অধীন গঠিত ট্যারিফ কমিশন, অতঃপর èst বিলুপ্ত কমিশন বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে: No CŞ (খ) বিলুপ্ত কমিশনের স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে o গচ্ছিত অর্থ কমিশনে হস্তান্তরিত হইবে এবং কমিশন উহার o অধিকারী হইবে; N - (গ) বিলুপ্ত কমিশন এবং উহার প্রাতিষ্ঠানিক উন্নয়ন প্রকল্প (IDTC ·o Project) এর সকল কর্মকর্তা ও কর্মচারী কমিশনে বদলী । - হইবেন এবং তাহারা কমিশন কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীবলিয়া গণ্য হইবেন এবং এইরূপ বদলীর পূর্বে তাহারা যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, কমিশন কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে তাহারা কমিশনে চাকুরীতে নিয়োজিত থাকিবেন। Qo - o o <? s o ു് sè Q Q