পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ o মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ 8ළු অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। রাজস্ব ফাকি ব্যতীত অন্যান্য অনিয়মের ক্ষেত্রে গণঅনুন দশ হাজার ও অনুর্ধর্ব তিন লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। (৩) যদি নিবন্ধিত কোন সেবা প্রদানকারী নির্ধারিত তারিখের মধ্যে দাখিলপত্র প্রদান বা মূল্য সংযোজন কর, বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধ করিতে ব্যর্থ হন, তাহা হইলে তাহাকে উক্ত অপরিশোধিত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, উহা বা উহাদের উপর মাসিক দুই শতাংশ হারে অতিরিক্ত করসহ পরিশোধ করিতে হইবে। M(৩ক) উপ-ধারা (৩) এর অধীন মাসিক দুই শতাংশ হারে অতিরিক্ত কর সহ মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কোন অপরাধের দণ্ড সম্পর্কিত কোন বিধানের কার্যকরতা ক্ষুন্ন হইবে না। (৪) এই আইনের অন্যত্র যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন নিবন্ধিত ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হইতে দুইবার এতদুদ্দেশ্যে নোটিশ প্রাপ্তি সত্বেও, কর মেয়াদ সমাপ্তির তিন মাসের মধ্যে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রদানে ব্যর্থ হন, অথবা উপ-ধারা (২) এবং ধারা ৩৮ এ বর্ণিত যে কোন অপরাধ, যে কোন ১২ মাস সময়ে অন্ততঃ দুইবার করেন অথবা যদি কোন নিবন্ধনযোগ্য ব্যক্তি ধারা ১৫ এর উপ-ধারা (৪) অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধনের জন্য আদিষ্ট হওয়া সত্বেও আদেশ প্রাপ্তির এক মাসের মধ্যে নিবন্ধিত হইতে ব্যর্থ হন, তাহা হইলে, (ক) নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে, তাহার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ করিয়া দেওয়া যাইবে এবং তাহার নিবন্ধনও বাতিল করা যাইবে এবং (খ) নিবন্ধনযোগ্য ব্যক্তির ক্ষেত্রে, তাহার ব্যবসায় অঙ্গন তালবদ্ধ করিয়া দেওয়া যাইবে ] + “I(৫) সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ (সংশ্লিষ্ট ব্যক্তি ইচ্ছা করিলে ব্যক্তিগতভাবে বা তাহার মনোনীত কৌশলীর মাধ্যমে শুনানীর সুযোগসহ) প্রদান না করিয়া তাহার উপর এই ধারার অধীন কোন অর্থদন্ড, কোন ম্যাজিষ্ট্রেটের আদালত কর্তৃক দণ্ডারোপ ব্যতীত, আরোপ করা যাইবে না বা o --- o <o" পরিশোধের কারণে ੰਂ NON് & “অনূ্যন পচিশ হাজার ও অনুর্ধর্ব তিন লক্ষ টাকা” শব্দগুলি “অনুনি পচিশ হাজার ও অনুর্ধর্ব এক লক্ষ টাকা” শব্দগুলির -২৯ পরিবর্তে অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪৪ ধারাবলে প্রতিস্থাপিত। So

  • “অনু্যন দশ হাজার” শব্দগুলি “অনূ্যন পচিশ হাজার" শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং

আইন) এর ৩৭ ধারাবলে প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (৩ক) অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত।
  • “তাহা হইলে উক্ত নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ করিয়া দেওয়া যাইবে” শব্দগুলির

পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত। উপ-ধারা (৫) অর্থ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৮ নং আইন) এর ৮ ধারাবলে সংযোজিত।