পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\U)8 মূল্য সংযোজন কর আইন, よ。ああふ (খ) উক্ত অধ্যাদেশগুলির অধীন প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ, জারকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত, বা জারীকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে। NON (গ) উক্ত অধ্যাদেশগুলির কোন 5 * ఇa কোন কর বা ফিস বা অন্য কোন পাওনা, এই আইন প্রবর্তনের - অব্যবহিত পূর্বে, অনাদায়ী থাকিলে উহা উক্ত অধ্যাদেশ অনুযায়ী আদায় করা হইবে, যেন উক্ত অধ্যাদেশ রহিত হয় নাই। ാ (৩) মূল্য সংযোজন কর অধ্যাদেশ, ১৯৯১ (অধ্যাদেশ নং ২৬ Sనను) এতদ্বারা রহিত করা হইল। s O. (৪) উপ-ধারা (৩) এর অধীন রহিতকরণੋ। রহিত অধ্যাদেশের অধীন- Q) &Q (ক) কৃত সকল কাজকর্ম বা গৃহীত সকল ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং (*) প্রণীত সকল বিধি প্রদত্ত সকল আদেশ ও জারকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত বা জারীকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে।] উপ-ধারা (৪) অর্থ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৮ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।