পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

["দ্বিতীয় তফসিল (ধারা ৩ দ্রষ্টব্য) মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবাসমুহ ১। জীবন ধারণের জন্য মৌলিক সেবাঃ (ক) (*) (*) (६) (e) (5) (६) (জ) (ঝ) কৃষি জমি প্রস্তুতকরণ ও কর্ষণ ; কৃষি জমিতে সেচ প্রদান ; কৃষি জমিতে পোকামাকড় এবং বালাইনাশকারী কর্মকান্ড ; কৃষি পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত); খাদ্য শস্য শাক-সজি ইত্যাদির কর্তন বা বাছাই বা মোড়কজাতকরণ; কৃষি বীজ সংরক্ষণ ও বিতরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত); পশু-পাখির মাংস সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত); মৎস্য, জলজপ্রাণী ও জলজসম্পদ আহরণ ; মৎস্য, জলজপ্রাণী ও জলজসম্পদ সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত)। ২। সমাজ কল্যাণমূলক সেবাঃ (ক) (*) (*) (६) (e) (5) (६) (জ) সরকার কর্তৃক প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা; বেসরকারী পর্যায়ে প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা; সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষা ও প্রশিক্ষণ; পরিবেশ দূষণরোধকার কার্যক্রম; ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত নয় এমন পুণর্বাসনমুণ্ডুলক কার্যক্রম; ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত নয় এমন সামাজিক উন্নয়নমুলক কার্যক্রম; বয়স্ক নিবাস/পুনর্বাসন কেন্দ্র ও চাইল্ড কেয়ার প্রতিষ্ঠান; সরকারের অর্থায়ণে পরিচালিত গবেষণা কার্যক্রম (কনসালট্যাসী ফার্ম ও সুপারভাইজারী ফার্ম ও জরিপ সংস্থা ব্যতীত)। ৩। সংস্কৃতি সংশ্লিষ্ট সেবাঃ (ক) (*) (*) (६) (e) রেডিও ও টেলিভিশন সম্প্রচার (ভিডিও ক্যাসেট সপ, ভিডিও গেম সপ, ভিডিও ও অডিও রেকর্ডিং সপ, বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপন প্রচারণা এবং উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী ব্যতীত); পুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন ও সরকারী গেজেট ছাপা ও প্রকাশনা (ছাপাখানা ও বাঁধাই সংস্থা ব্যতীত); শিল্পকর্ম, সাংস্কৃতিক কর্মকান্ড, অপেশাদার খেলাধূলা, অপেশাদারী ক্রীড়া প্রতিযোগিতা (খেলাধুলার আয়োজক, চলচ্চিত্র স্টুডিও, চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ) ও চলচ্চিত্র পরিবেশক ব্যতীত); লাইব্রেরী, সকল প্রকার যাদুঘর, আর্টগ্যালারী, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এর প্রবেশ মূল্য (ইজারাদার ব্যতীত); সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকারী প্রতিষ্ঠান (কমিউনিটি সেন্টার, বিদেশী শিল্পী সহযোগে বিনোদনমুলক সাংস্কৃকিত অনুষ্ঠানের আয়োজক, খেলাধুলার আয়োজক, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী ব্যতীত); দ্বিতীয় তফসিল অর্থ আইন, ২০১২ (২০১২ সনের ২৬ নং আইন) এর ৮৬ ধারাবলে প্রতিস্থাপিত।