পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ ১৬২ কোম্পানী আইন, ১৯৯৪ (২) যদি কোন কোম্পানী উপ-ধারা (১) এর বিধান পালনে ব্যর্থ হয়, তবে উক্ত ব্যর্থতা যতদিন পর্যন্তা চলিতে থাকিবে ততদিনের প্রতিদিনের জন্য উক্ত কোম্পানী অনধিক দুইশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উক্ত কোম্পানীর প্রত্যেক কর্মকর্তা যিনি জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে উহা অব্যাহত রাখেন বা অব্যাহত রাখিতে দেন তিনিও, একই অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। è ಆಡ್ ৫১। শেয়ার ওয়ারেন্ট সমপিত না হওয়া পর্যন্ত ধারা ৫০ এর উপর । (১) এ উলেস্নখিত বিবরণসমূহ, সদস্য-বহিতে লিপিবদ্ধ করার ব্যাপারে, এই আইনের অধীনে প্রয়োজনীয় বিবরণ বলিয়া গণ্য হইবে; এবং উহা সমপিত হইলে, সমর্পণের তারিখ সদস্য-বহিতে এইরূপে লিপিবদ্ধ করা হইবে যেন উক্ত তারিখই সেই তারিখ যে তারিখ হইতে কোন ব্যক্তি আর কোম্পানীর সদস্য নহেন। s -\ শেয়ার বাবদ বিভিন্ন ৫২। কোন কোম্পানী, সংঘবিধিবলে ডুগমতাপ্রাপ্ত হইলে, নিম্নবর্ণিত যে অংকের অর্থ لام - পরিশোধের ব্যবস্থা কোন এক বা একাধিক কার্য সম্পাদন করিতে পরিবে যথা : গ্রহণে কোম্পানীর eS গমতা फु (ক) শেয়ার ইসু'র ড়োত্রে, শেয়ারের উপর তলবকৃত অর্থের পরিমাণের ভিত্তিতে, ভিন্ন ভিন্ন শ্রেণীর শেয়ার-মালিকগণ কর্তৃক তলবকৃত অর্থ (*) কোন সদস্যের শেয়ারের অপরিশোধিত অর্থ তলব করা হইয়া না থাকিলেও, তাহার সম্মতিক্রমে, উক্ত অর্থের সম্পূর্ণ বা অংশবিশেষ গ্রহণ ১o (of) যেড়োত্রে সকল শেয়ারের পরিশোধিত অর্থের পরিমাণ সমান নহে, তেখেতেসকল শেয়ার দ্বারা ৫৩। (১) শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানী, উহার সংঘবিধিবলে ড় """ গমতাপ্রাপ্ত হইলে উহার শেয়ার মূলধন সম্পর্কিত সংঘ স্মারকের শর্তাবলী F --নিম্নরূপে পরিবর্তন করিতে পারবে, যথা: S

  • N

o (ক) প্রয়োজনীয় সংখ্যক নূতন শেয়ার ইসু'র মাধ্যমে উহার শেয়ার-মূলধন o বৃদ্ধি করা: o (খ) শেয়ার-মূলধনকে সামগ্রিকভাবে বা আংশিকভাবে একীভূত করিয়া N- উহাকে বিদ্যমান মূল্যমান অপেড়া উচ্চতর মূল্যমানের শেয়ারে বিভক্ত করা: (গ) পরিশোধিত শেয়ারকে সামগ্রিকভাবে বা আংশিকভাবে ষ্টকে রূপান্তরিত করা এবং পুনরায় উক্ত ষ্টককে যে কোন মূল্যমানের পরিশোধিত শেয়ারে রূপান্তরিত করা;