পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԳՏ কোম্পানী আইন, ১৯৯৪ পাওনাদারের নাম ৬৮। যদি কোম্পানীর কোন কর্মকর্তা শেয়ার-মূলধন হাসের বিরম্নদ্ধে "*" আপত্তি উত্থাপনের অধিকারী কোন পাওনাদারের নাম ইচ্ছাকৃতভাবে গোপন করেন অথবা ইচ্ছাকৃতভাবে কোন পাওনাদারের পাওনা বা দাবীর প্রকৃতি বা পরিমাণের ভুল বর্ণনা করেন, কিংবা উক্ত গোপনকরণে বা ভুল বর্ণনায় সহায়তা করেন, তাহা হইলে তিনি অনধিক দুই বৎসর কারাদণ্ডে কিংবা অর্থদণ্ডে অথবা 。 উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন। èst o ফুলে ৬৯। কোন কোম্পানীর শেয়ার-মূলধন হ্রাস করা হইয়া থাকিলে, so হাসের উদ্দেশ্য এবং অন্যান্য তথ্যাদি যাহা জনসাধারণের নিকট প্রকাশিত হওয়া উচিত বলিয়া আদালত মনে করে তাহা এবং আদালত উপযুক্ত মনে করিলে যে জন্য কোম্পানীকে নির্দেশ দিতে পারিবে। ং গ্যারান্টি দ্বারা ৭০। এই আইনের বিধান অনুযায়ী শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানী

ಛಿ। যেভাবে ও যে শর্তে উহার শেয়ার-মূলধন বৃদ্ধি বা হ্রাস করিতে পারে, সেই

হাস একইভাবে এবং একই শর্ত সাপেড়েগ গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী উহার শেয়ার-মূলধন পরিবর্তন করিতে পারিবে, যদি উহার শেয়ার-মূলধন থাকে এবং কৰিলিজ ত্ৰখন O. বিশেষ শ্রেণীর ৭১। (১) বিভিন্ন শ্রেণীর শেয়ার বিভক্ত শেয়ার-মূলধন-বিশিষ্ট কোন সুজল কোম্পানীর সংঘস্মারকে বা সংঘবিধিতে যদি এইরূপ বিধান থাকে যে, কোন শ্রেণীর ইসুকৃত শেয়ারের ধারকগণের একটি নির্দিষ্ট আনুপাতিক সদস্যের সম্মতি সাপেড়েঙ্গ অথবা তাহাদের একটি পৃথক সভায় গৃহীত সিদ্ধান্ত সাপেড়ে, উক্ত শ্রেণীর শেয়ারের সহিত সংশিল্পষ্ট অধিকারের পরিবর্তন করা যাইবে, এবং যদি তদনুসারে উক্ত শ্রেণীর শেয়ারের সহিত সংশিল্পষ্ট অধিকার পরিবর্তন করা হয়, SS শেয়ারের ধারকগণ, যাহারা সম্মতি দান করেন নাই বা পরিবর্তনের সিদ্ধান্তোর ২১ পড়েঙ্গ ভোট দান করেন নাই তাহারা, উক্ত পরিবর্তন বাতিলের জন্য আদালতে Q আবেদন করিতে পারিবেন; এবং এইরূপ কোন আবেদন করা হইলে আদালত § কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত উক্ত পরিবর্তন কার্যকর হইবে না। so (২) উপ-ধারা (১) এ উলেস্নখিত সম্মতি দানের তারিখ বা ড়েগত্রমত O সিদ্ধান্ত গ্রহণের তারিখ হইতে চৌদ্দ দিনের মধ্যে উক্ত উপ-ধারার উলেস্নখিত আবেদন পেশ করিতে হইবে এবং আবেদন করার অধিকারী শেয়ারহোল্ডারগণ কর্তৃক এতদুদ্দেশ্যে লিখিতভাবে নিযুক্ত হইলে তাহদের মধ্যে অনুরূপ এক বা একাধিক ব্যক্তি সকলের পড়েগ আবেদন পেশ করিতে পারিবেন।