পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YbᎹ8 কোম্পানী আইন, ১৯৯৪ (ঙ) কোন শেয়ার হোল্ডার, যাহার নাম কোম্পানীর শেয়ার হোল্ডারদের বহিতে লিপিবদ্ধ করা হইয়াছে তিনি, একই শ্রেণীর অন্যান্য শেয়ার হোল্ডার যে রূপ অধিকার ভোগ এবং দায়-দায়িত্ব বহন করিবেন, তদরূপ একই অধিকার ভোগ এবং দায়-দায়িত্ব বহন করিবেন। (২) কোম্পানীর সংঘবিধিতে এতদূসম্পর্কে ভিন্নরূপ বিধান না থাকিলে নিম্নবর্ণিত বিধানাবলী প্রযোজ্য হইবে, যথা: (ক) দুই বা ততোধিক সদস্য যাহারা মোট পরিশোধিত মূলধনের এক দশমাংশের অধিকারী বা যে ড়োত্রে কোম্পানীর কোন শেয়ার মূলধন না থাকে সে ড়োত্রে মোট সদস্য সংখ্যার অনূ্যন পাঁচ শতাংশ সদস্য <foo কোম্পানীর সভা আহবান করিতে পারিবে: ് (*) తాజా శాణాళా శా ఈ శి দুই জন সদস্যের এবং সদস্য সংখ্যা ছয় জনের অধিক হইলে তিনজন সদস্যের এবং অন্যান্য কোম্পানীর ড়োত্রে পাঁচজন সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হইবে: o N (গ) কোন সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক নির্বাচিত যে কোন সদস্যই উক্ত সভার চেয়ারম্যান হইতে পারিবেন: o (ঘ) যে কোম্পানীর শুরু হইতে শেয়ার মূলধন রহিয়াছে সেই কোম্পানীর ড়োত্রে, প্রতিটি শেয়ার বা প্রতি একশত টাকার ষ্টকের জন্য প্রত্যেক সদস্যের একটি ভোট থাকিবে এবং অন্য যে কোন ড়োত্রে প্রত্যেক সদসের একটি ভোট থাকে (ঙ) ভোটাভুটির ড়োত্রে ব্যক্তিগতভাবে বা প্রক্সির মাধ্যমে ভোট দেওয়া যাইবে; o (চ) প্রক্সি নিয়োগকারী তাহার নিজ হাতে প্রক্সি নিয়োগপত্রে স্বাড়ার করিবেন অথবা তাহার নিকট হইতে লিখিতভাবে ড়ামতাপ্রাপ্ত এটনী উহাতে স্বাড়ার করবেন অথবা, নিয়োগকর্তা কোন কোম্পানী বা অন্যবিধ নিগমিত সংস্থা হইলে প্রক্সি নিয়োগপত্রে উহার সীলমোহর নতুবা উহার ডুগমতা প্রাপ্ত কর্মকর্তা বা ড়ামতাপ্রাপ্ত এটনীর স্বাড়ার so তবে শর্ত থাকে যে, ধারা ২৮ এর অধীনে গঠিত কোন সমিতি এবং ধারা ২৯ এর অধীন গঠিত গ্যারান্টি দ্বারা সীমিতদায় বিশিষ্ট কোন কোম্পানীর ড়ে গত্রে প্রক্সি নিয়োগ করা যাইবে না; এবং (ছ) প্রক্সি কোম্পানীর সদস্য হইতে বা নাও হইতে পারেন।