পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ >あ○ (২) পরিচালক হিসাবে নিয়োগের বা বহাল থাকার ব্যাপারে অযোগ্যতার অতিরিক্ত কারণ নির্ধারণ করিয়া কোম্পানী উহার সংঘবিধিতে প্রয়োজনীয় বিধান করিতে পারিবে । পরিচালক-সভার ৯৫। কোম্পানীর পরিচালক পরিষদের প্রতিটি সভার লিখিত নোটিশ NQনোটিশ আপাতত বুলাদেশে অবস্থানকারী প্রত্যেক পরিচালকের নিকট তাহার ৫০ বাংলাদেশের ঠিকানায় পাঠাতে হইবে। o পরিচালক পরিষদের s७। अण्डाक 6कालबानीन्त_अतिष्ठानक विचाना गड्र अडि डिन ओळ অন্ততঃ একবার এবং প্রতি বৎসরে অন্ততঃ চারবার অনুষ্ঠিত হইব . ---- পরিচালকগণের ৯৭। (১) ধারা ৯২ তে আরোপিত বাধা-নিষেধ ড্রান্ন না করিয়া এতদ্বারা যোগ্যত বিধান করা যাইতেছে যে, কোম্পানীর সংবিধিতে নির্দিষ্ট যোগ্যতামূলক শেয়ারের ধারক হওয়া প্রত্যেক পরিচালকের জন্য বাধ্যতামূলক হইবে; এবং যদি তিনি পরিচালক নিযুক্ত হওয়ার পূর্বে উক্ত যোগ্যতা অর্জন না করিয়া থাকেন তবে তিনি তাহার নিযুক্তির পর ষাট দিন অথবা সংঘবিধি দ্বারা নির্দিষ্টকৃত তদপেড়া কম সময়ের মধ্যে তাহার যোগ্যতামূলক শেয়ার গ্রহণ করিবেন। ষ্ট্রে (২) উপ-ধারা (১) এ উলিস্নখিত সময় অতিবাহিত হওয়ার পর কোন অযোগ্য ব্যক্তি যদি কোন কোম্পানীর পরিচালকরুপে দায়িত্ব পালন করেন, তাহা হইলে তিনি উক্ত সময় অতিবাহিত হওয়ার পরবর্তী দিন হইতে সর্বশেষ যেদিন পরিচালকরূপে কার্য করিয়াছেন বলিয়া প্রমাণিত হয় সেই দিন পর্যন্ত (উভয় দিনসহ) প্রত্যেক দিনের জন্য অনধিক দুইশত টাকা অর্থদণ্ডদণ্ডনীয় হইবেন। ~). পরিচালকের কার্যের ৯৮। কোন পরিচালকের নিয়োগ বা যোগ্যতার ব্যাপারে নিয়োগের বৈধতা পরবর্তীকালে কোন ত্রমটি ধরা পড়িলেও পরিচালক হিসাবে তাহার কার্যাবলী বৈধ ২১ তবে শর্ত থাকে যে, এই ধারার কোন কিছুই এইরূপ কোন পরিচালকের o নিয়োগ অবৈধ হিসাবে চিহ্নিত হওয়ার পর তাহার কৃত কোন কাজকে বৈধতা N o দান করিবে না। পরিচালকরুপে কাজ ৯৯। (১) দেউলিয়াত্বের অবসান হয় নাই এইরূপ দেউলিয়া ব্যক্তি যদি ಶೌR কোন কোম্পানীর পরিচালক বা ম্যানেজিং এজেন্ট বা ম্যানেজার হিসাবে কার্য So করেন, তাহা হইলে তিনি অনধিক দুই বৎসর কারাদণ্ডে অথবা অনধিক পাচ e$ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন। (২) এই ধারায় কোম্পানী বলিতে বাংলাদেশের বাহিরে নিগমিত হইয়াছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে একটি প্রতিষ্ঠিত কার্যস্থল (Place of buisness) রহিয়াছে এইরূপ কোম্পানীও অন্তর্ভুক্ত হইবে।