পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ Ջ5,Գ পরিচালকের ডুগমতার ১০৭। কোন পাবলিক কোম্পানীর পরিচালক পরিষদ বা কোন পাবলিক * "লি" কোম্পানীর অধীনস্থ কোম্পানীর পরিচালক পরিষদ, কোম্পানীর সাধারণ সভার সম্মতি ব্যতীত (ক) কোম্পানীর গৃহীত উদ্যোগ বিক্রয় বা হস্তান্তর করিতে পরিবে না; NON を) o এবং Q, (খ) কোন পরিচালকের নিকট পাওনা ঋণ মওকুফ করিতে পরিবে না। ് Q পরিচালক পদে শূন্যতা ১০৮। (১) কোন পরিচালকের পদ শূন্য হইবে, যদি- ് (ক) তিনি ধারা ৯৭ (১) এ নির্ধারিত সময়সীমার মধ্যে তাঁহার নিয়োগ হন; অথবা N o (খ) উপযুক্ত কোন আদালত তাহকে মানসিকভাবে অপ্রকৃতিস্থ বলিয়া স্থির করেন; অথবা Q} o ~ (গ) তিনি একজন দেউলিয়াবলেতিফ অথবা No. (ঘ) তিনি তাহার শেয়ারের উপর তলবকৃত অর্থ তলবের তারিখ হইতে ছয় মাসের মধ্যে পরিশোধ করিতে ব্যর্থ হন; অথবা (ঙ) কোম্পানীর সাধারণ সভার অনুমোদন ব্যতীত তিনি, অথবা তিনি কোন ফার্মের অংশীদার থাকিলে উক্ত ফার্ম, কিংবা তিনি কোন প্রাইভেট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজার বা আইন উপদেষ্টা বা - কারিগরী উপদেষ্টা বা ব্যাংকার পদ ব্যতীত অন্য কোন লাভজনক পদ o গ্রহণ করেন বা অনুরূপ পদে বহাল থাকেন; অথবা O (চ) পরিচালক পরিষদের অনুমতি ব্যতীত তিনি উক্ত পরিষদের পর পর so তিনটি সভায় কিংবা ক্রমাগত তিন মাস ধরিয়া পরিষদের সকল সভায়, <? তন্মধ্যে যে সময়কাল দীর্ঘতর সেই সময়ব্যাপী, অনুপস্থিত থাকেন: *N অথবা Q (ছ) তিনি অথবা তিনি কোন ফার্মের অংশীদার থাকিলে উক্ত ফার্ম অথবা § তিনি কোন প্রাইভেট কোম্পানীর পরিচালক থাকিলে উক্ত প্রাইভেট oS কোম্পানী ধারা ১০৩ এর বিধান লংঘন করিয়া কোম্পানীর নিকট so হইতে কোন ঋণ বা গ্যারান্টি গ্রহণ করেন; অথবা (জ) তিনি ধারা ১০৫-এর বিধান লংঘন করিয়া কোন কাজ করেন। (২) উপ-ধারা (১) এ উলেস্নখিত কারণসমূহের অতিরিক্ত কোন কারণেও পরিচালকের পদ শূন্য হইবে মর্মে কোন কোম্পানী উহার সংঘবিধিতে বিধান