পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ \ ఎo8 কোম্পানী আইন, ১৯৯৪ (৫) উপ-ধারা (৪) এর অধীনে আহুত কোন সভার কোরামের জন্য যদি প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তি উপস্থিত না হন এবং পরবর্তী তারিখ পর্যন্ত সভা স্থগিত হওয়া সত্ত্বেও পুনরায় কোরাম না হয়, তাহা হইলে পূর্বোক্ত অর্থ গ্রহণের বিষয়টি অনুমোদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৬) যদি (ক) কোন ড়োত্রে উপ-ধারা (১) এর শর্তাংশ প্রযোজ্য হয় অথচ সংশিল্পষ্ট পরিচালক উপ-ধারা (২) এর বিধান পালন না করেন, অথবা (খ) উপ-ধারা (৪) এর বিধান অনুসারে অনুমোদিত হওয়ার পূর্বেই উক্ত পরিচালক উপ-ধারা (১) এর শর্তাংশে উলেস্নখিত কোন অর্থ গ্রহণ করেন; তাহাদের ট্রাষ্টীস্বরূপ উক্ত অর্থ গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে, এবং তাহাদিগকে উক্ত অর্থ বন্টনের খচরও তিনি বহন করিবেন। šo ১১৪। (১) যদি কোন অর্থকে ১১২(২) কিংবা ১১৩(৬) ধারার বিধান ধারা ১১১, ১১২ এবং অনুসারে ট্রাস্টস্বরূপ প্রাপ্ত বলিয়া গণ্য করা যায় এবং যদি উক্ত অর্থ আদায়ের :"সম্প্রল কার্যধারায় প্রমাণিত হয় যে- "് (ক) সংশিল্পষ্ট হস্তত্মান্তরের চুক্তির অংশ হিসাবে কৃত কোন বন্দোবস্তত্ব অনুযায়ী উক্ত অর্থ প্রদান করা হইয়াছিল, কিংবা উক্ত চুক্তির বা যে প্রস্তাব উক্ত চুক্তিতে পরিণত হয় উহুর পূর্ববর্তী এক বৎসরের মধ্যে বাপর কলেজে অংকনক ফলি এবং (খ) কোম্পানী বা যে ব্যক্তির নিকট উক্ত হস্তান্তর করা হইয়াছে তিনি তাহা হইলে উক্ত অর্থ প্রদানের ড়েগত্রে উক্ত বিধান প্রযোজ্য বলিয়া গণ্য হইবে, যদিনা উহার বিপৰীত্ব কোনকিছুপ্রমাণিত হয়। CoN (S) যদি ১২অথবা ১১৩ ধারায় উলিস্নখিত কোন হস্তান্তরের ড়েগত্রে N @ হারাইতে বা অবসর গ্রহণ করিতে হয়, তাহার শেয়ার বাবদ প্রদেয় মূল্য o একই ধরনের অন্যান্য শেয়ার হোল্ডারগণের তৎকালীন প্রাপ্য শেয়ার § মূল্য অপেড়া অধিক হয়, অথবা (*) উক্ত পরিচালককে কোন মূল্য বিশিষ্ট পণ (Valuable consideration) প্রদান করা হয়, তাহা হইলে, ঐ ধারা দুইটির উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত অধিকমূল্য বা ড়েত্রিমত পণের অর্থমূল্য, তাহার পদ হারানোর ড্রাতিপূরণস্বরূপ, অথবা তাহার পদ হইতে অবসর গ্রহণের পণস্বরূপ, কিংবা উক্ত পদ হারানোর বা অবসর গ্রহণের সূত্রে ড় গতিপূরণস্বরূপ বা পণস্বরূপ, প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে।