পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২১৫ ১২২। কোন বিনিয়োগ কোম্পানী অর্থাৎ যে কোম্পানীর মূল ব্যবসা হইতেছে শেয়ার, ষ্টক, ডিবেঞ্চার বা অন্যবিধ সিকিউরিটি (securities) অর্জন ও ধারণ সেই কোম্পানী ব্যতীত অন্য কোন কোম্পানী একই ম্যানেজিং এজেন্টের ব্যবস্থাপনাধীন অপর একটি কোম্পানীর শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় করিবে না, যদি না ক্রেতা কোম্পানীর পরিচালক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তাক্রমে উক্ত ক্রয় অনুমোদিত হয়। ১২৩। কোন কোম্পানীর ম্যানেজিং এজেন্ট সেই কোম্পানীর ডিবেঞ্চার ইসু্যু ড়েঙ্গত্রে, উহার পরিচালক পরিষদের অনুমতি ব্যতীত এবং তৎকর্তৃক বিনির্দিষ্ট সীমার অতিরিক্ত কোন ভূগমতা প্রয়োগ করিবে না; এবং কোন কোম্পানী উহার . ম্যানেজিং এজেন্টের অনুরূপ কোন ডুগমতা অর্পণ করিলে উক্ত অর্পণ ফলবিহীন (void) of s ১২৪। ম্যানেজিং এজেন্ট নিজ উদ্যোগে এমন কোন ব্যবসায় নিয়ে হইবেন না যাহার প্রকৃতি তাহার ব্যবস্থাপনাধীন কোম্পানীর বা উহার অধীনস্থ কোম্পানীর ব্যবসায়ের মত একইরূপ অথবা যাহা উক্ত কোম্পানীর ব্যবসার সংগে প্রত্যঙ্গভাবে প্রতিযোগিতামূলক। ൽ so ~2. ১২৫। প্রাইভেট কোম্পানী ব্যতীত অন্য যে কোন কোম্পানীর সংঘবিধিতে যাহাঁই থাকুক না কেন, ম্যানেজিং এজেন্ট কর্তৃক নিযুক্ত পরিচালকের সংখ্যা ঐ কোম্পানীর পরিচালকের ལIE ཨཱར་གྲྭ་ཨཱཿ ཨ་གཙཱ་ཨོཾ་ཀ་ར་ལ་ཤ་ཨ་ཁ হইবে না। ര് -৩ চুক্তি o ১২৬। (১) কোম্পানীর পড়েগ নিম্নবর্ণিতভাবে চুক্তি করা যাইতে পারে, একক ব্যক্তিগণের মধ্যে কোন লিখিত চুক্তি সম্পাদনের জন্য আইন o অনুযায়ী যেমন উহা লিখিতভাবে হইতে হয় এবং তজ্জন্য ঐ s So ost o ব্যক্তিগণকে উহাতে স্বাড়ার করিতে হয়, তেমনি কোম্পানী ও অন্য কাহারও মধ্যে লিখিত চুক্তি সম্পাদনের জন্য কোম্পানীর পড়া হইতে ব্যক্ত বা বিবড়িগতভাবে (express or implied) ড্ৰামতাপ্রাপ্ত হইয়া কোন ব্যক্তি স্বাড়ারদান করতঃ লিখিতভাবে চুক্তি সম্পাদন করিতে পরিবেন এবং তিনি এইরূপ লিখিত চুক্তি অন্যান্য লিখিত চুক্তির মত একইভাবে পরিবর্তন করিতে বা উহার দায় হইতে কোম্পানীকে বিমুক্ত করিতে পরিবেন; এবং ব্যবস্থাপনাধীন সহিত প্রতিযোগিতামূলক কোন ব্যবসায় ম্যানেজিং এজেন্টের নিয়োজিত হওয়া নিষিদ্ধ ম্যানেজিং এজেন্ট কর্তৃক নিযুক্ত পরিচালকের সংখ্যাসীমা লিখিত ও অলিখিত উভয় চুক্তির বৈধতা