পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২8 কোম্পানী আইন, ১৯৯৪ প্রসপেক্টাস নিবন্ধন ১৩৮। (১) কোন কোম্পানী বা প্রস্তাবিত কোম্পানীর প্রসপেক্টাসে পরিচালক বা প্রস্তাবিত পরিচালকরুপে আখ্যায়িত ব্যক্তি কর্তৃক বা তাহার নিকট হইতে লিখিতভাবে ভূগমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক উক্ত প্রসপেক্টসের অনুলিপি স্বাড়গরিত না হইলে এবং উহা ইসু'র তারিখে বা তৎপূর্বে নিবন্ধনের জন্য রেজিষ্ট্রারের নিকট দাখিল না করা হইলে, উক্ত কোম্পানী কর্তৃক বা উহার 。 পড়ে অথবা উহার সম্পর্কে উক্ত প্রসপেক্টাস ইসু্য করা যাইবে না। èst o (২) উপ-ধারা (১) এর অধীনে নিবন্ধনের জন্য রেজিষ্ট্রারের নিকট দাখিলকৃত প্রসপেক্টসের অনুলিপিতে নিম্নবর্ণিত বিষয়াদি পৃষ্ঠাঙ্কিত বা উহার সহিত সংযোজিত থাকিতে হইবে, যথা:- ് . ി (ক) ধারা ১৩৭ এর অধীন প্রয়োজনীয় সম্মতিসহ প্রসপেক্টস ইসু'র ড়েীত্রে, সংশিল্পষ্ট বিশেষজ্ঞের সম্মতি; এবং o w o (খ) সাধারণভাবে ইসুকৃত সকল প্রসপেক্টসের ড়োত্রে -സ (অ) তফসিল-৩ এর প্রথম খণ্ডের প্রবিধান ১৬ তে উলিস্নখিত প্রত্যেক চুক্তির একটি করিয়া অনুলিপি অথবা, এইরূপ কোন চুক্তি অলিখিত হইলে উহার পূর্ণ বিবরণসহ একটি স্মারকলিপি; এবং o ( (আ) উক্ত তফসিলের দ্বিতীয় খণ্ড অনুযায়ী আবশ্যকীয় কোন প্রতিবেদন প্রণয়নকারী ব্যক্তিগণ যদি এইরূপ প্রতিবেদনে উক্ত খণ্ডের প্রবিধান ৩২ এ উলেস্নখিত সমন্বয় সাধনের বর্ণনা করিয়া ১থাকেন কিংবা কোন কারণ প্রদর্শন না করিয়া উহাতে অনুরূপ •o সমন্বয় সাধনের ইংগিত প্রদান করিয়া থাকেন, তবে ঐ সকল ു് ব্যক্তি কর্তৃক বর্ণিত সমন্বয় সাধনসমূহ সন্নিবেশ করিয়া এবং o উহাদের কারণ প্রদর্শন করিয়া তাহাদের স্বাড়ারিত একটি - লিখিত বিবৃতি। <o (৩) কোন প্রসপেক্টসের ড়েগত্রে উপ-ধারা (১) প্রযোজ্য হইলে সেই ১ প্রসপেক্টসের প্রথম ভাগে o (ক) এই মর্মে একটি বিবৃতি থাকিবে যে, এই ধারার বিধান অনুযায়ী o প্রসপেক্টাস নিবন্ধনের জন্য উহার একটি অনুলিপি দাখিল করা হইয়াছেঃ § (খ) এমন সব দলিলের তালিকা থাকিতে হইবে যেগুলি এই ধারার বিধান O অনুযায়ী প্রসপেক্টাসের অনুলিপিতে পৃষ্ঠাঙ্কিত বা উহার সহিত সংযোজিত হইয়াছে; এবং (গ) প্রসপেক্টসে অন্তর্ভুক্ত সকল বিবৃতিসমূহের একটি তালিকা থাকিতে হইবে।