পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৩৫ (ঘ) প্রসপেক্টাসের অসত্য বিবৃতি (অ) যাহা কোন বিশেষজ্ঞের নাম উলেস্নখক্রমে প্রণীত নয় বলিয়া বা কোন সরকারী দলিল (Public Document) বা বিবরণের উপর ভিত্তি করিয়া প্রণীত নয় বলিয়া বিবেচনা করা যায় তাহা সম্পর্কে তাহার বিশ্বাস করার যুক্তি সংগত করণ ছিল যে, উক্ত বিবৃতি সত্য è ছিল এবং শেয়ার বা ডিবেঞ্চর বাদকরণের সময় পর্যন্ত তিনি ১৫ উক্ত বিশ্বাস পোষণ করিতেন; এবং .N?ò (আ) যাহা কোন বিশেষজ্ঞ কর্তৃক প্রণীত বলিয়া অথবা কোন বিশেষজ্ঞের প্রতিবেদন বা মূল্যায়নের অনুলিপি বা উদ্ধৃতাংশ বলিয়া বিবেচনা করা যায় তাহা ছিল, বিশেষজ্ঞ কর্তৃক প্রণীত বিবৃতি বা প্রতিবেদন বা মূল্যয়নের একটি সঠিক ও নিরপেড়া উপস্থাপন কিংবা উক্ত প্রতিবেদন, বা মূল্যায়নের সঠিক অনুলিপি বা সঠিক ও নিরপেড়া উদ্ধৃতাংশ; এবং তাহার বিশ্বাস করার যুক্তিসংগত কারণ ছিল এবং প্রসপেক্টাস ইসু করার সময় পর্যন্ত তিনি বিশ্বাস করিতেন যে, বিবৃতি দানকারী ব্যক্তি অনুরূপ বিবৃতি দান করার জন্য যোগ্য ছিলেন এবং উক্ত ব্যক্তি ১৩৭ ধারা করিয়াছেন এবং প্রসপেক্টসের অনুলিপি নিবন্ধনের জন্য দাখিল করার পূর্ব পর্যন্ত বা ড়োত্র বিশেষে প্রসপেক্টাস অনুসারে শেয়ার বা ডিবেঞ্চার বরাদের পূর্ব পর্যন্ত উক্ত সম্মতি প্রত্যাহার করা হয় " (ছ) বাইকেন দারিক (official) ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি বলিয়া ১ অথবা কোন সরকারী দলিলের অনুলিপি বলিয়া বা সরকারী ১১ দলিলের অনুলিপির উদ্ধৃতাংশ বলিয়া বিবেচনা করা যায়, তাহা - ছিল উক্ত ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতির সঠিক ও নিরপেড়া Q. উপস্থাপনা অথবা উক্ত দলিলের সঠিক অনুলিপি অথবা উক্ত S. দলিলের সঠিক ও নিরপেড়া উদ্ধৃতাংশ: o SS তবে শর্ত থাকে যে, এই উপধারার বিধান এইরূপ কোন ব্যক্তির ড়েগত্রে ২১. প্রযোজ্য হইবে না, যিনি ১৩৭ ধারায় উলিল্লখিত সম্মতি প্রদানকারী বিশেষজ্ঞ Q হিসাবে তৎকর্তৃক প্রদত্ত বলিয়া বিবেচনা করা যায় এমন অসত্য বিবৃতি o প্রসপেক্টাসে অন্তর্ভুক্ত করিয়া প্রসপেক্টাস ইসু'র জন্য সম্মতি প্রদান করিয়াছেন। so (৩) প্রসপেক্টসে কোন ব্যক্তিকে বিশেষজ্ঞ হিসাবে দেখাইয়া এবং তৎকর্তৃক e$ প্রণীত কোন অসত্য বিবৃতি, ধারা ১৩৭ এর বিধান মোতাবেক, তাহার সম্মতিক্রমে প্রসপেক্টসে অন্তর্ভুক্ত করিয়া উহা ইসু'র জন্য ডুগমতা প্রদানের কারণে তিনি উপ-ধারা (১) এর অধীনে দায়ী হইবেন না, যদি তিনি প্রমাণ করেন যে,