পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৩৭ প্রসপেক্টাস নিবন্ধনের জন্য উহার অনুলিপি দাখিল করার পূর্বে লিখিতভাবে তাহার উক্ত সম্মতি প্রত্যাহার করিয়াছিলেন; অথবা (খ) নিবন্ধনের জন্য প্রসপেক্টাসের একটি অনুলিপি দাখিলের পর এবং প্রসপেক্টাস অনুসারে বরাদ্দ দানের পূর্বে, তিনি বিবৃতিটি অসত্য হওয়ার করিয়াছিলেন এবং উক্ত প্রত্যাহার ও উহার কারণ সম্পর্কে জনসাধারণের উদ্দেশ্যে যুক্তিসংগত নোটিশ প্রদান করিয়াছিলেন; অথবা (গ) তিনি উক্ত বিবৃতি প্রদানের জন্য যোগ্য ছিলেন এবং উক্ত বিবৃতি যে সত্য ছিল তাহা বিশ্বাস করার জন্য যুক্তিসংগত কারণ ছিল, এবং শেয়ার বা ডিবেঞ্চর বরাদ করার সময় পর্যন্ত তিনি বিশ্বাস করতেন যে, N - - (৪) যে ড়েগত্রে- o (ক) ཝ་ར་ཀྱང་བྱ་ཤ། ཉ་ཤ་ཕ(ཧྥ་ཝaལ་ཝ་ཨང་ཨོཾ༔ ༢asi་ཁར་ཤ དེའི་བྱ་ཀཱ་ར་ཤྲཱི་ হয় বা তিনি পরিচালক হইবার জন্য সম্মত হইয়াছেন বলিয়া উলেসুখ করা হয় অথচ তিনি পরিচালক হইতে অসম্মতি প্রকাশ করেন, কিংবা প্রসপেক্টাস ইসু'র পূর্বে তাহার সম্মতি প্রত্যাহার করেন এবং উহা ইসু'র পূর্বে তাহার সম্মতি প্রত্যাহার করেন এবং উহা ইসু'র জন্য ড়ামতা বা সম্মতি প্রদান না করেন, অথবা S (খ) ধারা ১৩৭ এর বিধান অনুযায়ী প্রসপেক্টাস ইসু'র জন্য কোন ব্যক্তির সম্মতি প্রয়োজন থাকে অথচ তিনি হয় উক্ত সম্মতি প্রদান না করেন কিংবা উক্ত প্রসপেক্টস ইসু'র পূর্বে তাহার সম্মতি প্রত্যাহার করেন, সেড়েগত্রে, যাহাদের অজ্ঞাতসারে বা সম্মতি ব্যতিরেকে উক্ত প্রসপেক্টাস ইসু্য করা হইয়াছে তাহারা ব্যতীত, অন্য সকল পরিচালক এবং অন্যান্য প্রত্যেক ব্যক্তি, যিনি উহা ইসু'র জন্য ডুগমতা প্রদান করিয়াছেন তিনি, (ক) অথবা (খ) দফায় বর্ণিত ব্যক্তির নাম প্রসপেক্টাস অন্তর্ভুক্ত হওয়ার কারণে, এবং ড়েগত্রমত একজন বিশেষজ্ঞ হিসাবে তৎকর্তৃক প্রণীত বলিয়া বিবেচিত বিবৃতি উহাতে অন্তর্ভুক্ত হওয়ার কারণে, কিংবা সেই সূত্রে আনীত কোন মামলা বা আইনগত কার্যধারায় আত্মপড়া সমর্থনের জন্য যে খেসারত, খরচ বা ব্যয় বহন করিতে হয় তজ্জন্য, উক্ত ব্যক্তি এবং বিশেষজ্ঞকে ডুগতিপূরণ প্রদান করিতে বাধ্য থাকিবেন : - \\ e$ তবে শর্ত থাকে যে, এই উপধারার উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, শুধুমাত্র ধারা ১৩৭ এর অধীন প্রয়োজনীয় সম্মতিদানের কারণেই কোন ব্যক্তি প্রসপেক্টাস ইসু'র জন্য ডুগমতা প্রদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে না। (৫) এই ধারার বিধান অনুসারে কোন ব্যক্তি কোন অর্থ প্রদানের জন্য দায়ী