পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫8 কোম্পানী আইন, ১৯৯৪ (২) উপ-ধারা (১) এ যাহা কিছু থাকুক না কেন, পূর্বোক্ত অধিকতর শেয়ারসমূহে চাঁদাদানের জন্য উপ-ধারা (১) (ক)-তে বর্ণিত নহে এমন যে কোন ব্যক্তির নিকটও যে কোন পদ্ধতিতে প্রস্তাব করা যাইবে। ১৫৬। কোন কোম্পানী উহার ডিবেঞ্চারের জন্য বাটা অথবা শেয়ার বা ব্যালান্স শীটে কমিশন NQডিবেঞ্চারের জন্য কমিশন হিসাবে কোন অর্থ প্রদান করিলে অনুরূপভাবে প্রদত্ত కాశః ് সম্পূর্ণ অর্থ কোম্পানীর প্রত্যেকটি ব্যালান্স শীটে উলেস্নখ করিতে হইবে এবং aš উক্ত অর্থের কোন অংশ অবলিখিত না হইয়া থাকিলে, যতদিন উহা অবলিখিত না § হয় ততদিন পর্যন্তা, উক্ত অংশ ব্যালান্স শীটে উলেস্নখ করিতে হইবে। ് - ১৫৭। যে ড়েগত্রে কোন ইমারত বা অন্যবিধ নির্মাণকার্য অথবা দীর্ঘায়িত কতিপয় ড়োত্রে সময়ের জন্য লাভজনক করা যায় না এমন কোন স্থাপনার (Plant) ব্যয় ಫ್ಲೀಕ নির্বাহের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কোন কোম্পানী শেয়ার ইসু করে, টকা পরিশোধের ড় উপর, এই ধারার বিধানাবলী সাপেড়েগ, সুদ পরিশোধ করিতে পারিবে; এবং সুতুলিবাহাদত দি দেউক চৰক o তবে শর্ত থাকে যে,- റ്റ്. _o (ক) কোম্পানীর সংঘবিধিবলে অথবা বিশেষ সিদ্ধান্তবলে ড়ামতাপ্রাপ্ত না হইলে কোম্পানী উক্ত সুদ বাবদ কোন অর্থ পরিশোধ করিতে পারিবে না; പ് 3. (খ) সংঘবিধিবলেই ড়ামতাপ্রাপ্ত হউক অথবা বিশেষ সিদ্ধান্ত বলেই হউক, অনুরূপ কোন অর্থ সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত পরিশোধ করা যাইবে না; এবং এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত অনুমোদন এই মর্মে চূড়ান্ত সাড়া বলিয়া গণ্য হইবে যে, কোম্পানীর যে শোরগুলির জন্য অনুরূপ অনুমোদন দেওয়া হইয়ছে সেই শেয়ারগুলি ২এই ধারায় উলেস্নখিত কোন উদ্দেশ্যে ইসু করা হইয়াছেঃ `) s · · · · · · · S সরকারের নিকট প্রতিবেদন পেশ করার জন্য কোম্পানীর খরচে কোন o ব্যক্তিকে নিয়োগদান করিতে পরিবে এবং তদন্তের ব্যয় বহনের sò উদ্দেশ্যে, সরকার উক্ত নিয়োগদানের পূর্বেই প্রয়োজনীয় জামানত G দেওয়ার জন্য কোম্পানীকে নির্দেশ দিতে পরিবে: (ঘ) কেবলমাত্র সরকার কর্তৃক নির্দিষ্টকৃত সময়ের জন্য সুদের অর্থ প্রদান করিতে হইবে; এবং অনুরূপ সময় কোন অবস্থাতেই যে অর্ধ বৎসরে (Half yearly) নির্মাণকার্য বা যন্ত্রপাতি স্থাপন প্রকৃতপড়ো সম্পন্ন - -