পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৫৫ হইয়াছে সেই অর্ধ-বৎসরের পরবর্তী অর্ধ-বৎসরের সর্বশেষ দিনের অধিক সময় পর্যন্ত বর্ধিত করা যাইবে না; (ঙ) সুদের হার কোনক্রমেই বার্ষিক শতকরা চার অথবা সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তদপেড়া যে কম হার নির্ধারণ করিবে সেই হারের অধিক হইবে না; NON (চ) যে শেয়ারের ড়োত্রে সুদ প্রদান করা হয় সেই শেয়ারের পরিশোধিত ২০ পরিমাণ উক্ত সুদ প্রদানের ফলে হ্রাস হইয়াছে বলিয়া গণ্য করা যাইবে - না; o (ছ) যে সময়ব্যাপী এবং কোম্পানীর যে পরিমাণ শেয়ার-মূলধনের উপর এবং যে হারে সুদ প্রদান করা হইয়াছে সেই সময়ের হিসাবে উক্ত ফেলপমে কলহ লৈ লাইন্সসিলি " -Q সার্টিফিকেট ইসু ১৫৮। (১) প্রত্যেক কোম্পানী উহার যে কোন শেয়ার, ডিবেঞ্চার বা করার সময়সীমা ডিবেঞ্চার-ষ্টক বরাদের নব্বই দিনের মধ্যে অথবা পূর্বে বরাদ্দকৃত কোন শেয়ার, ডিবেঞ্চার বা ডিবেঞ্চার ষ্টক হস্তান্তরের ড়েগত্রে, উক্ত হস্তান্তার নিবন্ধনের পর নব্বই দিনের মধ্যে এইরূপে বরাদ্দকৃত বা হস্তান্তারকৃত সকল শেয়ার, ডিবেঞ্চার বা ডিবেঞ্চার-ষ্টকের সার্টিফিকেট তৈরীর কাজ সম্পূর্ণ করিয়া ঐগুলি সরবরাহের জন্য প্রস্তুত রাখিবে যদি না শেয়ার, ডিবেঞ্চার বা ডিবেঞ্চার-ষ্টক ইসু্য করার শর্তে অন্য কোন বিধান থাকে। ·J (২) কোন কোম্পানী এই ধারার বিধানাবলী পালনে ব্যর্থ হইলে, উক্ত জন্য, অনধিক পাঁচশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উহার প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে তজ্জন্য দায়ী তিনিও একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। QN কতিপয় অনিবন্ধিকৃত ১৫৯। (১) এই আইন প্রবর্তনের পর কোন কোম্পানী যদি এমন বন্ধক বা বন্ধক এবং চার্জ চার্জ সৃষ্টি করে যাহা ফলবিহীন ৮ - S. (ক) কোন ডিবেঞ্চার ইসু'র নিরাপত্তাদানের উদ্দেশ্যে সৃষ্ট কোন বন্ধক বা - S চার্জ, অথবা & (খ) কোম্পানীর অতলবীকৃত (uncalled) শেয়ার-মূলধনের উপর সৃষ্ট কোন CŞ বন্ধক বা চার্জ, অথবা (গ) কোম্পানীর স্থাবর সম্পত্তি, যেখানেই অবস্থিত হউক, এর উপর বা উক্ত সম্পত্তিতে নিহিত কোম্পানীর কোন স্বার্থের উপর সৃষ্ট বন্ধক বা চার্জ, অথবা