পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ ১৯৯৩ সনের ২৭ নং আইন [৩০ সেপ্টেম্বর, ১৯৯৩] - ് আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান, উহাদের নিয়ন্ত্রণ এবং তৎসংক্রান্ত šo প্রাসংগিক অন্যান্য বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন। & যেহেতু আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান, উহাদের নিয়ন্ত্রণ এবং ് তৎসংক্রান্ত প্রাসংগিক অন্যান্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; >So সেহেতু এতদ্বদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- se প্রথম খণ্ড so প্রারম্ভিক & ^ ১। (১) এই আইন আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ নামে অভিহিত হইবে। ཧྥུ་སྦག་ཐ"" ༦ (২) ইহা ১লা ভাদ্র, ১৪০০ বাং মোতাবেক ১৬ই আগষ্ট, ১৯৯৩ ইং তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। co () ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোনকিছুনা থাকিলে, এই আইনে,- সংজ্ঞা

  • No.

(ক) “অর্থায়ন ব্যবসা” অর্থ কোন আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ব্যবসা; No - (খ) "আর্থিক প্রতিষ্ঠান" অর্থ এমন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে (অ) শিল্প, বাণিজ্য, কৃষি বা গৃহায়ণের জন্য ঋণ এবং আগাম প্রদান N. করে; বা © (আ) সরকার বা কোন সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক ইসুকৃত শেয়ার, ষ্টক, o বণ্ড, ডিবেঞ্চার বা ডিবেঞ্চার ষ্টক বা সিকিউরিটিজ বা বাজার o অধিগ্রহণ, বিনিয়োগ বা পুনঃবিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম ost পরিচালনা করে; বা †S ros (ই) যন্ত্রপাতি ও সরঞ্জাম ইজারাদানসহ কিস্তিবন্ধী লেনদেনের ব্যবসা করে; বা