পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৫৯ (২) রেজিষ্ট্রার উপ-ধারা (১) মোতাবেক প্রয়োজনীয় তথ্যাদি লিপিবদ্ধ করার পর ধারা ১৫৯ বা ১৬১ এর বিধান অনুযায়ী দাখিলকৃত দলিল যদি থাকে, বা ড়ে গত্রমত উহার সত্যায়নকৃত অনুলিপি উহার দাখিলকারী ব্যক্তি বা তদ্বারা ভূগমতা প্রদত্ত ব্যক্তির নিকট ফেরৎ দিবেন। (৩) এই ধারা মোতাবেক সংরড্রিগত নিবন্ধন-বহি, তফসিল-২ তে o থাকিবে N | è নিবন্ধনকৃত বন্ধক ও ১৬৪। রেজিষ্ট্রার নির্ধারিত ফরমে এবং এই আইন অনুযায়ী তাহার নিকট চার্জের সূচী নিবন্ধিকৃত সকল বন্ধক বা চার্জের নির্ধারিত তথ্যাদিসহ একটি তারিখানুক্রমিক সূচী রড়গণ করিবেন। * নিবন্ধন প্রত্যয়নপত্র ১৬৫। ধারা ১৫৯ অনুযায়ী নিবন্ধিকৃত প্রতিটি বন্ধক বা চার্জ নিবন্ধনের প্রত্যয়নপত্র রেজিষ্ট্রার স্বাড়ারযুক্ত করিয়া প্রদান করিবেন এবং উক্ত বন্ধক বা চার্জবলে যে অর্থ পরিশোধ করিতে হইবে প্রত্যয়নপত্রে উহা উলেস্নখ করিবেন; এবং উক্ত বন্ধক বা চার্জ এর নিবন্ধন সংক্রান্ত ১৫৯ হইতে ১৬৩ ধারার বিধানাবলী পালিত হওয়ার ব্যাপারে উক্ত প্রত্যয়নপত্র চূড়ান্ত সাড়গ্য হইবে। \ ডিবেঞ্চার বা ১৬৬। কোম্পানী কর্তৃক ইস্ট্রক্ত হইয়াছে এবং বাহার পরিশোধ নিক্তি i:. বন্ধক বা চার্জ দ্বারা নিশ্চিত করা হইয়াছে এইরূপ প্রত্যেকটি ডিবেঞ্চার বা নিবন্ধনপ্রত্যয়নপত্রের ডিবেঞ্চার-ষ্টকের সার্টিফিকেটের উপর ধারা ১৬৫ অনুযায়ী প্রতিটি নিবন্ধন O যদি কোম্পানী কর্তৃক কোন বন্ধক বা চার্জ সৃষ্টি করা হইয়া থাকে তবে উক্ত ডিবেঞ্চার বা ডিবেঞ্চার-ষ্টকের সার্টিফিকেটের ড়েগত্রে এই ধারার উপরোক্ত বিধান ཐཨ་ཨ་མ་ལ་ག་། নিবন্ধনু বাপুরে - ১৬৭। (১) ধারা ১৫৯ এর বিধানানুযায়ী নিবন্ধন প্রয়োজন হয় কোম্পানী ੰਗਰ কর্তৃক সৃষ্ট এইরূপ প্রত্যেক বন্ধকের বা চার্জের বা তৎকর্তৃক ইস্যুকৃত এইরূপ o নিকট দাখিল করিবে; এবং অনুরূপ কোন বন্ধক বা চার্জে স্বার্থবান কোন ব্যক্তির so আবেদনক্রমেও উহার নিবন্ধন করা যাইতে পারে। e$ (২) যেড়েগত্রে কোম্পানী ব্যতীত অন্য কোন ব্যক্তির আবেদনক্রমে উক্ত করিবার অধিকারী হইবেন।