পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৬৫ (খ) উক্ত ডিবেঞ্চারের শুধুমাত্র মূল ধারক বা তাহার স্বত্ব-নিয়োগী কর্তৃক প্রয়োগযোগ্য হয় এইরূপ বাধ্যবাধকতা ব্যতীত অন্য কোন বাধ্যবাধকতার ফলে ডিবেঞ্চার পরিশোধিত হইয়া থাকে। (২) উপ-ধারা ১-এ উলিস্নখিত অধিকার প্রয়োগের ড়েগত্রে পরিশোধিত (redeemable) ডিবেঞ্চারসমূহ পুনরায় ইসু্য করা বা উহাদের পরিবর্তে অন্য ডিবেঞ্চার ইসু্য করার ডুগমতা কোম্পানীর থাকিবে এবং সর্বদা এই ড়ঙ্গমতা ছিল NQ- - ് o বলিয়া গণ্য হইবে। & (৩) উক্তরূপে পুনঃ ইসু্য করার পর, ডিবেঞ্চারের স্বত্বাধিকারী ব্যক্তি এমন অধিকার বা অগ্রাধিকার লাভ করিবেন যেন ডিবেঞ্চারগুলি পূর্বে ইসু্য করা হয় ཤར་རྩེ་ཤག ལཱ་ཨོཾrBa ཕྱི་མ་ཤ་ཝ་ཐི་ཁོག་ལ་ལྷའི་ཀ ༧.ཨ་མ་གྲོང་གྲོང་རྙིང་བ་ (৪) পুনরায় ইসু্য করার উদ্দেশ্যে চালু রাখা কোন ডিবেঞ্চার যদি, এই আইন প্রবর্তনের পূর্বে বা পরে যখনই হউক, কোম্পানীর কোন মনোনীত ব্যক্তির ডিবেঞ্চারের পরবর্তী হস্তান্তর, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, উহার পুনঃ ইসু বলিয়া গণ্য হইবে। §o (৫) যদি কোন কোম্পানী উহার চলতি হিসাবের মাধ্যমে বা অন্যভাবে বিভিন্ন সময়ে লওয়া অগ্রিমের জামানত প্রদানের উদ্দেশ্যে উহার কোন ডিবেঞ্চার জমা দেয়, তাহা হইলে, উক্ত ডিবেঞ্চার জমা থাকা অবস্থায় কেবলমাত্র উক্ত পরিশধিত হইছেলিয়াগ হবেনা। (৬) এই ধারার অধীন ভূগমতাবলে কোন কোম্পানী কোন ডিবেঞ্চার পুনঃ ইসু করিলে কিংবা উহার পরিবর্তে অন্য ডিবেঞ্চার ইস্যু করিলে, ষ্টাম্প ডিউটির ব্যাপারে উক্ত পুনঃ ইসু্যকরণ বা ইসু্যকরণ ডিবেঞ্চারের নূতন ইসু্যকরণ বলিয়া — গণ্য হইবে, কিন্তু ভবিষ্যতে ইসু্য করা হইবে এইরূপ ডিবেঞ্চারের পরিমাণ বা সংখ্যা সীমিতকারী বিধান প্রয়োগের ড়েগত্রে এইরূপ গণ্য হইবে না: তবে শর্ত থাকে যে, এই ধারার অধীনে পুনঃ ইসুকৃত ডিবেঞ্চারের জামানত লইয়া কোন ব্যক্তি ঋণ প্রদান করিলে এবং উক্ত ডিবেঞ্চার আপাতঃ দৃষ্টিতে যথাযথ ষ্ট্যাম্পযুক্ত মনে হইলে, তিনি প্রয়োজনীয় ষ্ট্যাম্প-ডিউটি বা তৎসম্পর্কিত কোন জরিমানা প্রদান ব্যতিরেকেই তাহার জামানত কার্যকর করার জন্য যে কোন যদি তিনি অবগত না থাকেন অথবা যদি তাহার নিজ অবহেলার কারণে ষ্ট্যাম্পযুক্ত না থাকার ঘটনাটি সংঘটিত হইয়া না থাকে; তবে তাহার এইরূপ অবগত না থাকা বা অবহেলা না থাকার ড়েগত্রে কোম্পানী যথাযথ ট্যাম্প-ডিউটি বা জরিমানা প্রদানের জন্য দায়ী হইবে।