পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৮ কোম্পানী আইন, ১৯৯৪ (৭) উপ-ধারা (৬) এ উলিস্নখিত ব্যক্তিগণ হইতেছেন নিম্নরূপ, যথা: (ক) কোম্পানীর কোন ম্যানেজিং এজেন্ট, ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, জেনারেল ম্যানেজার বা ম্যানেজার থাকিলে, উক্ত ম্যানেজিং এজেন্ট, ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, জেনারেল ম্যানেজার, ম্যানেজার এবং কোম্পানীর অন্য সকল কর্মকর্তা, তবে ম্যানেজার ও 。 ম্যানেজারের ব্যাংকার, নিরীড়াক এবং আইন উপদেষ্টাগণ এই তালিকার o N বহির্ভূত; S (খ) ম্যানেজিং এজেন্ট কোন ফার্ম হইলে, উক্ত ফার্মের প্রত্যেক অংশীদার; ് (গ) ম্যানেজিং এজেন্ট কোন নিগমিত সংস্থা হইলে উক্ত সংস্থার প্রত্যেক N পরিচালক; & (ঘ) কোম্পানীর কেন মনেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা পরিচালক বা নির্বই পরিচালক বা জেনারেল ম্যানেজার বা ম্যানেজার না থাকিলে,- উক্ত কোম্পানীর প্রত্যেক পরিচালক। o ১৮২ (১)প্ৰত্যেক কোম্পানীর হিসাব বাহ এবং অনানা বাহও কাগজপত্র কোম্পানীর হিসাবসরকার হইতে ড়ঙ্গমতাপ্রাপ্ত কোন সরকারী কর্মকর্তা কর্তৃক পরিদর্শনের নিমিত্ত উন্মুক্ত রাখিতে হইবে। o (২) কোম্পানীর প্রত্যেক পরিচালক বা অন্যান্য কর্মকর্তার কর্তব্য হইবে তাহার জিন্মায় বা নিয়ন্ত্রণে থাকা কোম্পানীর হিসাব-বহি, অন্যান্য বহি ও কাগজপত্র উপ-ধারা (১) এর অধীনে পরিদর্শনকারী ব্যক্তি, অতঃপর এই ধারায় পরিদর্শনকারী বলিয়া উলেস্নখিত, এর নিকট উপস্থাপন করা এবং উক্ত ব্যক্তির চাহিদামত সময়ে ও স্থানে কোম্পানীর বিষয়াদি সংক্রান্ত যে কোন বিবরণ, তথ্য বা ব্যাখ্যা প্রদান করা। (৩) পরিদর্শনকারীর পরিদর্শন উপলড়েগ্য যে সকল সহায়তা কোম্পানীর ཨཨང་ཀྲེ་བྷ་ཝ་བྱ་ཝ་ཤ་ཥ་ཤཁ༠ ཨ་ཨ་ཧ་ལོག་རྨཤ་གཙཨ་མ་མ་། - (৪) পরিদর্শনকারী তাহার পরিদর্শনকালেso (ক) হিসাব-বহি, অন্যান্য বহি বা কাগজপত্রের নকল করিতে বা করাইতে পারিবেন; এবং G (খ) উক্ত পরিদর্শন করার নিদর্শনস্বরূপ উহাতে সনাক্তকরণ চিহ্ন দিতে বা দেওয়াইতে পারিবেন।