পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

് ২৭২ কোম্পানী আইন, ১৯৯৪ (৫) যদি কোন ব্যক্তি কোম্পানীর পরিচালক হিসাবে (১) হইতে (৩) উপধারার সকল বিধানাবলী পালন করিবার জন্য যুক্তিসংগত পদড়েগপ গ্রহণ করিতে ব্যর্থ হন কিংবা যদি কোন ব্যক্তি কোম্পানীর চেয়ারম্যান হিসাবে (৪) উপ-ধারার বিধানাবলী অনুযায়ী ব্যতীত ভিন্নরূপে পরিষদের প্রতিবেদনে স্বাড়ার করেন, তাহা হইলে তিনি এইরূপ প্রত্যেক অপরাধের জন্য অনধিক পাচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। - ১৮৫। (১) কোম্পানীর ব্যালেন্স শীটে উহার সম্পত্তি, পরিসম্পদ, মূলধন ব্যালাস টি এবংS এবং দায়দেনার একটি সংড়িগপ্তসারসহ সংশি্লষ্ট অর্থ-বৎসরের শেষে ঐ সবের যে অবস্থা থাকে উহার একটি সঠিক, প্রকৃত এবং নিরপেড়ঙ্গ বর্ণনা দিতে হইবে: এবং উক্ত ব্যালান্স শীট ও লাভ-ড়গতির হিসাব তফসিল-১১ এর প্রথম খণ্ডে সন্নিবেশিত ছকে অথবা, অবস্থার প্রেড্রিঙ্গতে যতদূর সম্ভব উহার সদৃশ কোন ছকে কিংবা সরকার কর্তৃক সাধারণভাবে বা বিশেষভাবে অনুমোদিত অন্য কোন ছকে প্রণীত হইবে; এবং উক্ত ব্যালান্স শীট প্রস্তুত করিবার সময় যতদুর সম্ভব উক্ত খণ্ডের শেষে টাকা শিরোনামে যে সাধারণ নির্দেশাবলী আছে তাহা যথাযথভাবে N তবে শর্ত থাকে যে, কোন বীমা বা ব্যাংক কোম্পানীর ড়েগত্রে অথবা বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহকার্যে নিয়োজিত কোন কোম্পানীর ড়েগত্রে অথবা যে সকল কোম্পানীর জন্য ব্যালান্স শীটের ছক উক্ত কোম্পানীর নিয়ন্ত্রণকারী আইনে বা আইনের অধীনে বিনির্দিষ্ট করা আছে সেই সকল কোম্পানীর ড়েগত্রে, এই উপধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না। * ~ (২) প্রত্যেক লাভ-ড্রগতির হিসাবে সংশিল্পষ্ট অর্থ বৎসরের লাভ বা ভূগতির একটি সঠিক ও নিরপেড়গ বর্ণনা দিতে হইবে এবং উপ-ধারা (১) এর বিধান সাপেড়েগ, তফসিল-১১ এর দ্বিতীয় খণ্ডের বিধানাবলীর যতটুকু প্রযোজ্য হয় ভঙ্গ জুয়ারউল্লুতেকতে হবে o তবে শর্ত থাকে যে, কোন বীমা বা ব্যাংক-কোম্পানীর ড়োত্রে বা বিদ্যুৎ উৎপাদন ড়েগত্রে বা সরবরাহ কার্যে নিয়োজিত কোন কোম্পানীর অথবা যে সকল কোম্পানীর লাভ-ড়গতির হিসাবের ফরম উক্ত কোম্পানীর নিয়ন্ত্রণাকারী আইন বা আইনের অধীনে বিনির্দিষ্ট করা আছে সেই সকল কোম্পানীর ড়েগত্রে, এই উপধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না। N. (৩) সরকার যদি এইরূপ অভিমত পোষণ করে যে কোন শ্রেণীর কোম্পানীকে জনস্বার্থে তফসিল-১১ এর কোন বিধান পালন হইতে অব্যাহতি দেওয়া প্রয়োজন তাহা হইলে সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা উক্ত অব্যাহতি প্রদান করিতে পারে, এবং এইরূপ অব্যাহতি শর্তহীনভাবে অথবা প্রজ্ঞাপনে বিনির্দিষ্ট শর্ত সাপেড়েগ প্রদান করা যাইবে। NON് o o &