পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯০ কোম্পানী আইন, ১৯৯৪ (৪) পরিদর্শক কোন কোম্পানী, অন্য, কোন নিগমিত সংস্থা, ম্যানেজিং এজেন্ট বা সহযোগীর বিষয়াদির ব্যাপারে (১) উপ-ধারায় বর্ণিত যে কোন ব্যক্তিকে বা সরকারকে পূর্ব অনুমতিক্রমে অন্য যে কোন ব্যক্তিকে শপথবাক্য (oath) পাঠ করাইয়া জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন এবং তদুদ্দেশ্যে ঐ সকল পারিবেন। èst No (৫) যদি যুক্তিসংগত কারণ ব্যতিরেকে কোন ব্যক্তি- è (ক) পশিলে কি বা তলে সকলে পূর্ব জার্মান তাহার নিকট হইতে ড়ামতাপ্রাপ্ত অন্য কোন ব্যক্তির নিকট এইরূপ কোন তথ্য, বহি বা কাগজপত্র উপস্থাপন করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন যাহা (১) বা (২) উপ-ধারার অধীনে উপস্থাপন করা তাহার কর্তব্য, অথবা o (খ) এমন কোন তথ্য সরবরাহ করতে ব্যর্থ হন যাহা (২) উপ-ধারার অধীনে সরবরাহ করা তাহার কৃষ্ঠা অথবা N (গ) উপ-ধারা (৪) এর অধীনে তাহাকে ব্যক্তিগতভাবে পরিদর্শকের নিকট হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়ার পর তদনুযায়ী হাজির হইতে অথবা উক্ত উপ-ধারা অনুযায়ী পরিদর্শক তাহাকে যে প্রশ্ন করেন, (ঘ) উপ-ধারা (৬)-তে বর্ণিত কোন জিজ্ঞাসাবাদ সম্পর্কিত টোকায় (note) স্বাড়ার করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন, তাহা হইলে তিনি অনধিক ও ছয় মাস করাদণ্ডে বা অনধিক পাঁচ বুজার টাকা অর্থদণ্ড বা উভয়দি ു് দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং প্রথম দিন ব্যর্থ হওয়ার বা অস্বীকৃতি জ্ঞাপনের পর হইতে উক্ত ব্যর্থতা অথবা অস্বীকৃতি অব্যাহত থাকিলে O উহা অব্যাহত থাকাকালীন সময়ের প্রতিদিনের জন্য অনধিক পাচশত ് টাকা অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। No

  • N - (৬) উপ-ধারা (৪) এর অধীনে জিজ্ঞাসাবাদ সম্পর্কিত টোকা (note)

লিখিয়া রাখিতে হইবে এবং যে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহাকে পড়িয়া so শুনাইতে হইবে কিংবা সেই ব্যক্তি নিজেই উহা পড়িয়া স্বাড়ারযুক্ত করিবেন, এবং S তৎপর উহা তাহার বিরম্নদ্ধে সাড়গ্য হিসাবে ব্যবহৃত হইতে পারে। (৭) এই ধারায় (ক) কোন কোম্পানী বা অন্যান্য নিগমিত সংস্থার ড়োত্রে, “কর্মকর্তা” বলিতে উক্ত কোম্পানী বা সংস্থার ডিবেঞ্চারহোল্ডারগণের পড়ে যে কোন ট্রাষ্টীও অন্তর্ভুক্ত হইবেন;