পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ ২৯ অর্থায়ন ব্যবসায় সন্দেহভাজন ব্যক্তি সম্পকে তদন্ত (খ) লাইসেন্স মঞ্জুর করা যাইবে না এই মর্মে বাংলাদেশ ব্যাংক কর্তৃক উহাকে নোটিশের মাধ্যমে জানাইয়া দেওয়া না হইয়া থাকে। (৩) এই ধারার অধীন লাইসেন্স প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংককে প্রস্তাবিত আর্থিক প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত বিষয়ে সন্তুষ্ট হইতে হইবে, যথা: è (ক) আর্থিক অবস্থা; èst No (খ) ব্যবস্থাপনার বৈশিষ্ট্য; è (গ) মূলধন কাঠামোর পর্যাপ্ততা ও উপার্জনের সম্ভাব্যতা; o o, (ঘ) সংঘ-স্মারকে উল্লিখিত উদ্দেশ্যাবলী & (ঙ) জনস্বার্থ। vs o (৪) কোন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাংলাদেশ ব্যাংক উহার বিবেচনায় সংগত যে কোন শর্তসাপেক্ষে প্রদান করিতে পারিবে। (৫) বাংলাদেশ বাক যে কেন সী নানীর সুয়ােগ দিয়া যে কোন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্সের যে কোন শর্ত পরিবর্তন এবং নূতন শর্তের সংযোজন করিতে পারিবে। o ৫। বাংলাদেশ ব্যাংকের নিকট যদি এই মর্মে প্রতীয়মান হয় বা উক্ত ব্যাংকের এই মর্মে বিশ্বাস করার কারণ থাকে যে, কোন ব্যক্তি ধারা ৪ এর বিধান লংঘনক্রমে অর্থায়ন ব্যবসা পরিচালনা করিতেছে, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক,- &o o & 6) উক্ত ব্যক্তির দখলে, জিম্মায় বা নিয়ন্ত্রণে আছে এমন কোন তথ্য, eo নির্দেশ দিতে পারিবে: . സ് o (খ) উক্ত ব্যক্তির যে কোন অংগনে প্রবেশ করিয়া তল্লাশী করিতে এবং Q সংশ্লিষ্ট দলিল, নথিপত্র, বহি এবং হিসাব ও রেকর্ডপত্র আটক করিতে § যে কোন ব্যক্তিকে ক্ষমতা অৰ্পন করিতে পারিবে । -N নূনতম মূলধন ৬। (১) বাংলাদেশ ব্যাংক যে কোন আর্থিক প্রতিষ্ঠানের নূ্যনতম মূলধন so কত হইবে উহা নির্ধারণ করিয়া দিবে। (২) কোন আর্থিক প্রতিষ্ঠানের ইসুকৃত মূলধন ও পরিশোধিত মূলধন ও উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত নূ্যনতম মূলধনের কম হইলে উহাকে এই আইনের অধীন লাইসেন্স প্রদান করা হইবে না এবং বিদ্যমান লাইসেন্স, যদি থাকে, বাতিল যোগ্য হইবে।