পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ \లలa (২) প্রত্যেক সরকারী লিকুইডেটর তাহার দায়িত্ব পালনকালে নির্ধারিত সময়ান্তো, তবে প্রতি বৎসর কমপড়েঙ্গ দুইবার, তাহার জমা-খরচের হিসাব আদালতে উপস্থাপন করিবেন। (৩) লিকুইডেটর তাহার হিসাবপত্র নির্ধারিত ছকে দুই প্রস্থে প্রস্তুত করিবেন এবং নির্ধারিত পদ্ধতিতে ঐগুলির সত্যতা সম্পর্কিত ঘোষণা উক্ত ছকের লিপিবদ্ধ করিবেন। (৪) আদালত উহার বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে উক্ত হিসাবপত্র নিরীড়া করাইবে এবং নিরীড়গার উদ্দেশ্যে আদালতের চাহিদামত যে কোন ভাউচার ও তথ্য সরবরাহ করিতে লিকুইডেটর বাধ্য থাকিবেন এবং আদালত যে কোন সময় .ു পেশ করার নির্দেশ দিতে বা ঐগুলি পরিদর্শন করিতে পারিবে। (৫) হিসাবপত্রের নিরীড়গণ শেষ হইলে নিরীড়া প্রতিবেদনের একটি অনুলিপি আদালতে নথিভুক্ত ও সংরড়িগত থাকিবে এবং উহার অপর একটি অনুলিপি নথিভুক্ত করার জন্য রেজিষ্ট্রারের নিকট পাঠাইতে হইবে এবং এইরূপ প্রত্যেক অনুলিপি যে কোন পাওনাদার বা স্বার্থ সংশিল্পষ্ট ব্যক্তির পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখিতে হইবে। so N ২৬৬। (১) এই আইনের বিধান সাপেড়ো, আদালত কর্তৃক অবলুপ্তি ব্যবস্থাপনা (Administration) এবং যাবতীয় পরিসম্পদ যথাবিহিতভাবে পাওনাদারগণের মধ্যে বন্টনের ব্যাপারে, পাওনাদার বা প্রদায়কগণের সাধারণ সভায় গৃহীত যে কোন সিদ্ধান্ত এবং পরিদর্শক কমিটির সিদ্ধান্তা যথাবিহিতভাবে বিবেচনায় রাখিবেন এবং ঐ সব সিদ্ধান্তোর মধ্যে বিরোধ দেখা দিলে পাওনাদার বা প্রদায়কগণের সাধারণ সভায় প্রদত্ত নির্দেশনা, পরিদর্শক ཝ་ཁེ་ཧྰ་ཨོཾ་ཨཱ་མ་ཀ་ཨར་ལྟར་ཨ་ཨཥཝ༔ ཤར་ཕྱི་ཤ་ (২) সরকারী লিকুইডেটর পাওনাদার বা প্রদায়কগণের অভিপ্রায় নির্ণয়ের উদ্দেশ্যে পাওনাদার বা প্রদায়কগণের সাধারণ সভা আহবান করিতে পারেন, এবং পাওনাদার বা প্রদায়কগণের অনুরূপ সভা অনুষ্ঠানের জন্য তাহাদের র মাধ্যমে নির্দেশ দিলে, অথবা মূল্যের ভিত্তিতে পাওনাদার বা -প্রদায়কগণের এক-দশমাংশ অনুরূপ সভা আহবানের জন্য লিখিত অনুরোধ -് জানাইলে, সভা আহবান করা লিকুইডেটরের আবশ্যিক কর্তব্য হইয়া দাড়াইবে। (৩) অবলুপ্তি সংক্রান্ত বিশেষ কোন ব্যাপারে নির্দেশনা লাভের প্রয়োজন দেখা দিলে সরকারী লিকুইডেটর নির্ধারিত পদ্ধতিতে আদালত সমীপে আবেদন করিতে পারিবেন। o লিকুইডেটরের ডুগমতা প্রয়োগ ও নিয়ন্ত্রণ