পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ○8WS) ২৮১ । তলবী ও অন্যবিধ অর্থ আদায়ের উদ্দেশ্যে, অবলুপ্তির প্রক্রিয়াধীন অন্যান্য কার্যধারা রড় কোম্পানীর প্রদায়ক বা ঋণগ্রহীতা বা অন্য কোন ব্যক্তির বিরমুদ্ধে কিংবা অধীনে আদালতের যে প্রচলিত ডুগমতা রহিয়াছে তাহা এই আইনের দ্বারা বা অধীনে আদালতকে প্রদত্ত ড়গমতাকে সীমিত করিবে না, বরং উহার অতিরিক্ত বলিয়া বিবেচিত হইবে। আদেশ বলবৎকরণ এবং আদেশের বিরম্নদ্ধে আপীল ২৮২। এই আইনের অধীনে আদালত কর্তৃক প্রদত্ত আদেশ সেই কর্তৃক প্রদত্ত ডিক্রি বলবৎ করা যায়। N o গণ NQ് No -S আদেশ বলবৎ করার ডু -്യ ”ཝ་གྲྭ.... ২৮৩। কোন কোম্পানীর অবলুপ্তির জন্য বা অবলুপ্তির প্রক্রিয়া চলাকালে আদালতের আদেশ আদালত কোন আদেশ প্রদান করিলে তাহা বাংলাদেশের যে কোন স্থানে যে কোন আদালত কর্তৃক এইরূপ বলবৎ করা যাইবে যেন উক্ত কোম্পানীর নিবন্ধীকৃত কার্যালয় উক্ত অন্য আদালতের এখতিয়ারাধীন এলাকায় অবস্থিত এবং উক্ত আদেশ উক্ত অন্য আদালতই প্রদান করিয়াছিল, তবে ব্যতিক্রম এই যে উক্ত কোম্পানীর নিবন্ধিত কার্যালয় যে আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় অবস্থিত সেই এলাকায় কেবলমাত্র সেই আদালতই আদেশটি বলবৎ করিতে পারিবে । ཌིང་ രു ২৮৪ । এক আদালতের আদেশ যেড়োত্রে অন্য আদালত কর্তৃক বলবৎ হইবে সেড়েগত্রে আদেশের একটি প্রত্যায়িত (certified) অনুলিপি শেষোক্ত আদালতের উপযুক্ত কর্মকর্তার নিকট পেশ করিতে হইবে এবং এইরূপ উপস্থাপনই হইবে উক্ত আদেশ প্রদত্ত হওয়ার পর্যাপ্ত প্রমাণ; এবং ইহার পর শেষোক্ত আদালত উক্ত আদেশ বলবৎ করার জন্য এমনভাবে প্রয়োজনীয় পদড়ে গপ গ্রহণ করিবে যেন আদালত ইহার নিজস্ব আদেশ বলবৎ করিতেছে। - ২৮৫। আদালত কোন কোম্পানীর অবলুপ্তির ব্যাপারে কোন আদেশ দিলে বা সিদ্ধান্ত ঘোষণা করিলে উহা পুনঃশুনানীর আবেদন বা উহার বিরম্নদ্ধে আপীল উক্ত আদালতের সাধারণ এখতিয়ার অনুসারে প্রদত্ত কোন আদেশ বা সিদ্ধান্তের ড়েগত্রে যে পদ্ধতিতে, যে শর্তাধীনে এবং যে আদালতে করা যাইত সেই একই পদ্ধতিতে, শর্তাধীনে এবং আদালতে, দায়ের করা যাইবে। o S\ cos WRosso (Voluntary Winding up) e$ ২৮৬। (১) কোন কোম্পানী নিম্নলিখিত পরিস্থিতিতে স্বেচ্ছাকৃতভাবে উহার অবলুপ্তি ঘটাইতে পরিবে, যথা: (ক) সংঘবিধি দ্বারা কোম্পানীর কার্যকাল নির্ধারিত হইয়া থাকিলে এবং তাহা উত্তীর্ণ হইয়া গেলে, কিংবা এমন কোন ঘটনা যাহা ঘটিলে কোম্পানী অন্য আদালত কর্তৃক বলবৎকরণ এক আদালতের আদেশ অন্য আদালত কর্তক বলবৎ করার পদ্ধতি আদেশের বিরম্নদ্ধে జ్ఞాశాః