পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ vළු8G (২) লিকুইডেটরের শূন্যপদ পূরণের উদ্দেশ্যে যে কোন প্রদায়ক কিংবা লিকুইডেটরের সংখ্যা একাধিক হইলে অবশিষ্ট এক বা একাধিক লিকুইডেটর কোম্পানীর সাধারণ সভা আহবান করিতে পারেন। (৩) সাধারণ সভা এই আইনে কিংবা কোম্পানীর সংঘবিধিতে বিধৃত NQপদ্ধতিতে অথবা প্রদায়ক বা কর্তব্যরত লিকুইডেটরের আবেদনক্রমে আদালত ് কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে। * No কোম্পানীর সম্পত্তি ২৯৪ । (১) যদি কোন কোম্পানীকে সম্পূর্ণ স্বেচ্ছাকৃতভাবে অবলুপ্ত করার ੋੰਥ প্রস্তাব করা হয় বা উহার ঐরূপ অবলুপ্তি চলিতে থাকে এবং যদি কোম্পানীর ইত্যাদি গ্রহণের সমুদয় কিংবা আংশিক কারবার অথবা সম্পত্তি অন্য একটি কোম্পানী, যাহা এই ব্যাপারে ধারায় “হস্তান্তার গ্রহীতা কোম্পানী” নামে অভিহিত এবং যাহা এই আইনে গিকুইডেটরের সমতা প্রদত্ত সংজ্ঞানুসারে একটি কোম্পানী নাও হইতে পারে, এর নিকট বিক্রয় বা এই ধারায় “হস্তান্তারকারী কোম্পানী” নামে অভিহিত, এর লিকুইডেটর, কোম্পানীর বিশেষ সিদ্ধান্তাক্রমে দেওয়া সাধারণ কর্তৃত্ববলে অথবা বিশেষ কোন ব্যবস্থার জন্য দেওয়া কর্তৃত্ববলে, উক্ত কারবার বা সম্পত্তি হস্তান্তার বা বিক্রয় করিয়া উহার সম্পূর্ণ বা আংশিক পণস্বরূপ হস্তান্তারগ্রহীতা-কোম্পানীর শেয়ার, পলিসি বা অন্য কোন প্রকার আর্থিক স্বার্থ হস্তান্তরকারী-কোম্পানীর সদস্যগণের মধ্যে বন্টনের উদ্দেশ্যে গ্রহণ করিতে পারিবেন, অথবা লিকুইডেটর অন্য এমন বন্দোবস্ত করিতে পারবেন যদ্বারা হস্তান্তরকারী-কোম্পানীর সদস্যগণ নগদ অর্থ শেয়ার, পলিসি, বা অনুরূপ স্বার্থের পরিবর্তে কিংবা ঐগুলি গ্রহণ ছাড়াও হস্তান্তারগ্রহীতা-কোম্পানীর মুনাফার অংশগ্রহণ করিতে বা সেই কোম্পানীতে অধিসিভ করতে পারবেন। o (২) এই ধারা অনুযায়ী কোন বিক্রয় বা অন্যবিধ হস্তান্তার বা বন্দোবস্তা হস্তান্তারকারী-কোম্পানীর সদস্যদের উপর বাধ্যতামূলক হইবে। QN (৩) হস্তান্তারকারী-কোম্পানীর কোন সদস্য উক্ত বিষয়ে বিশেষ ২১ সিদ্ধার্তের পড়ে ভোট না দিয়া যদি লিকুইডেটরের নিকট লিখিতভাবে তাহার Q ভিন্নমত ব্যক্ত করেন এবং বিশেষ সিদ্ধান্ত গৃহীত হওয়ার সাত দিনের মধ্যে o গৃহীত প্রস্তাবটি কার্যকর না করার জন্য কিংবা তাহার স্বার্থ পারস্পরিক § সম্মতিক্রমে স্থিরীকৃত মূল্যে ক্রয় করার জন্য কিংবা সালিশীর মাধ্যমে নির্ধারিত - O মূল্যে ক্রয় করার জন্য লিকুইডেটরকে বলিতে পারেন। (৪) লিকুইডেটর উক্ত সদস্যের স্বাৰ্থ ক্রয় করিবার সিদ্ধান্ত গ্রহণ করিলে, পদ্ধতিতে, লিকুইডেটর উহা সংগ্ৰহ করিয়া কোম্পানীর বিলুপ্তি সম্পন্ন হওয়ার