পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ ○aの কোম্পানী আইন, ১৯৯৪ (৪) উপ-ধারা (২) এর অধীনে প্রতিবেদন পাওয়ার পর রেজিষ্ট্রারের নিকট যদি প্রতীয়মান হয় যে, বিষয়টি এমন কোন বিষয় নয় যে উহার সম্পর্কে তাহার এবং অতঃপর, আদালতের পূর্ব অনুমোদন সাপেড়েগ, লিকুইডেটর নিজেই অপরাধীর বিরম্নদ্ধে প্রয়োজনীয় কার্যধারা সূচনা করিতে পরিবেন। (৫) কোম্পানীর স্বেচ্ছাকৃত অবলুপ্তিকালে আদালতের নিকট যদি প্রতীয়মান ് হয় যে কোম্পানীর কোন সাবেক কিংবা বর্তমান পরিচালক, ম্যানেজার বা অন্য Q কোন কর্তকতা অথচ কোন সদস্য কোম্পানী সংক্রান্তা কোন বিষয়ে, ফৌজদারী ് আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধের জন্য দায়ী অথবা লিকুইডেটর বিষয়টি .c. সম্পর্কে রেজিষ্ট্রারের নিকট 6कन अश्विन शकतन नहे आद्य ॐळ ५ै আদালত, নিজ উদ্যোগে কিংবা অবলুপ্তির ব্যাপারে স্বার্থ সংশিল্পষ্ট কোন ব্যক্তির-১ আবেদনক্রমে, বিষয়টির উপর একটি প্রতিবেদন প্রণয়নের জন্য লিকুইডেটরকে x নির্দেশ দিতে পরিবে এবং উক্ত নির্দেশ পাইলে এবং প্রতিবেদনটি প্রণয়নের পর তৎসম্পর্কে লিকুইডেটর (২) উপ-ধারা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ (৬) যেড়েঙ্গত্রে এই ধারার বিধান অনুযায়ী রেজিষ্ট্রীরের নিকট কোন বিষয়ে প্রতিবেদন পেশ করা হয়, কিংবা বিষয়টি তাহার নিকট প্রেরণ করা হয়, সেড়ে গত্রে যদি তিনি বিষয়টি বিবেচনান্তে এইরূপ সিদ্ধান্তে উপনীত হন যে এতদৃবিষয়ে পরামর্শ চাহিয়া সংশিল্পষ্ট সকল কাগজপত্র এটর্নি জেনারেল বা ড়ে গত্রমত পাবলিক প্রসিকিউটরের নিকট প্রেরণ করিবেন এবং মামলা দায়েরের পরামর্শ দেওয়া হইলে মামলার করবেন। তবে শর্ত থাকে যে, রেজিষ্ট্রারের নিকট প্রথমে একটি লিখিত বক্তব্য পেশ করার এবং উহার উপর শুনানীর জন্য অভিযুক্ত ব্যক্তিকে যুক্তিসংগত সুযোগ না । o o (a) Evidence Act, 1872 (I of 1872) a যাহা কিছুই থাকুন না কেন, এই ধারার অধীনে মামলা দায়ের করা হইলে, লিকুইডেটর ও কোম্পানীর সাবেক বা বর্তমান প্রত্যেক কর্মকর্তা প্রতিনিধি, তবে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত, এর কর্তব্য সম্ভব ততটুকু সহায়তা প্রদান করা; এবং এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে, কোম্পানীর যে কোন ব্যাংকার বা আইন উপদেষ্টা এবং কোম্পানী কর্তৃক নিরীড় গক পদে নিযুক্ত যে কোন ব্যক্তি, তাহারা কোম্পানীর কর্মকর্তা হউন বা না হউন, এই সকল ব্যক্তিই “প্রতিনিধি” শব্দটির অর্থে অন্তর্ভুক্ত হইবেন।