পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-് ᏬᏄ8 কোম্পানী আইন, ১৯৯৪ ৩৩৬। (১) যেড়েগত্রে এই আইনের কোন বিধান অনুসারে, কোম্পানীর অবলুপ্তিকালে, পর্যাপ্ত প্রমাণ সাপেড়েগ আদালতকে পাওনাদার কিংবা প্রদায়কের উপযুক্ত মনে করিলে তাহাদের অভিপ্রায় জানিবার জন্য, পাওনাদার অথবা প্রদায়কদের সভা আদালতের নির্দেশিত পদ্ধতিতে আহবান, অনুষ্ঠান এবং পরিচালনা করিবার নির্দেশ দিতে পারিবে; এবং এইরূপ যে কোন সভায় আদালত কোন ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করিতে এবং উক্ত সভার সিদ্ধান্তা আদালতকে জানাইবার নির্দেশ দিতে পারিবে। (২) পাওনাদারগণের ড়েগত্রে প্রত্যেকের পাওনার পরিমাণের প্রতি লড়গ্য রাখিতে হইবে। (৩) প্রদায়কগণের ড়েগত্রে প্রত্যেক প্রদায়ককে যত সংখ্যক ভোট দেওয়ার ডুগমতা কোম্পানীর সংঘবিধি দ্বারা অর্পণ করা হইয়াছে তাহার প্রতি লড়গ্য রাখতে হইবে। o S. ৩৩৭। কোম্পানী অবলুপ্তিকালে উক্ত কোম্পানী ও উহার লিকুইডেটরের সমস্ত দলিলপত্রে লিখিত বা লিপিবদ্ধ আছে বলিয়া বিবেচনা করা যায় এমন বিষয়াদিকে, কোম্পানীর প্রদায়কগণের একে অন্যের সহিত সম্পর্কের ব্যাপারে, প্রাথমিকভাবে সাড়গ্য বলিয়া গণ্য করিতে হইবে। &o ৩৩৮। আদালত কর্তৃক বা আদালতের তত্ত্বাবধান সাপেড়েঙ্গ কোম্পানীর অবলুপ্তি আদেশ দেওয়ার পর, আদালত যেভাবে ন্যায়সংগত মনে করে পরিদর্শনের আদেশ দিতে পারে; এবং তদনুযায়ী পাওনাদার ও প্রদায়কগণ কোম্পানীর দখলাধীন যে কোন দলিলপত্র, উক্ত আদেশ অনুসারে এবং শুধুমাত্র ৩৩৯। (১) অবলুপ্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর কোম্পানীর বিলুপ্তির প্রাক্কালে, কোম্পানী এবং উহার লিকুইডেটরগণের দলিলপত্র নিম্নলিখিতভাবে ~ (ক) আদালত কর্তৃক বা আদালতের তত্ত্বাবধান সাপেড়ে অবলুপ্তির ড়োত্রে, © আদালতের নির্দেশ অনুসারে; o (খ) স্বেচ্ছাকৃত অবলুপ্তির ড়োত্রে, অসাধারণ সিদ্ধান্তের মাধ্যমে প্রদত্ত Q কোম্পানীর নির্দেশ অনুসারে। (২) কোম্পানী বিলুপ্তির (dissolution) তিন বৎসর পর কোম্পানীর বা উহার লিকুইডেটর অথবা কোম্পানীর দলিলপত্রের হেফাজতে বা দায়িত্বে নিয়োজিত ব্যক্তির নিকট যদি স্বার্থ সংশিল্পষ্ট কোন ব্যক্তি কোন দাবী উত্থাপন না করেন, তাহা হইলে কোম্পানী বা লিকুইডেটর বা উক্ত নিয়োজিত ব্যক্তির আর কোন দায়-দায়িত্ব থাকিবে না। পাওনাদার অথবা জানিবার উদ্দেশ্যে সভা আহবান কোম্পানীর দলিলপত্র