পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wうbー আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩

  • (৩) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি একই সময়ে একাধিক আর্থিক প্রতিষ্ঠান বা একাধিক ব্যাংক কোম্পানী বা একাধিক সাধারণ বীমা কোম্পানী বা একাধিক জীবন বীমা কোম্পানীর পরিচালক থাকিবেন না।

ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে, বীমা কোম্পানী অর্থ o Insurance Act, 1938 (IV of 1938) (ARĪ section 2 (ARĪ clause (8) gò” (a soft's insurance company.] No ON ২৬। (১) বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন আর্থিক দুমা এখন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা কোন পরিচালক বা প্রধান নির্বাহীকে কোন আর্থিক "; প্রতিষ্ঠানের বা উহার আমানতকারীদের ক্ষতিকর কার্যকলাপ রোধকল্পে, বা পরিচালকের অপসারণ जनशवं उड़ जावेंक ऑडिआत चाच बातङ्शन निकिड़ क़ुबात कै অপসারণ করা প্রয়ােজন, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক, কারণ লিপিবদ্ধ করিয়া, আদেশের মাধ্যমে উক্ত চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহীকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে। & (২) উপ-ধারা (১) এর অধীনে কোন আদেশ প্রদানের পূর্বে যাহার বিরুদ্ধে যুক্তিসংগত সুযোগ দিতে হইবে। o o অষ্টম খণ্ড । ২৭। (১) বাংলাদেশ बास्य न देश अडचा झ যে, সাময়িক স্থগিতকরণ, রাখার আদেশ প্রদান করার কারণ রহিয়াছে, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক, -> তবে শর্ত থাকে যে, বাংলাদেশ ব্যাংক উক্ত মেয়াদ অনধিক আরো ছয় মাস পর্যন্ত বৃদ্ধি করিতে পারবে। ১২ সাজিল দত রবার আসল দে কৰ সমল বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, জনস্বার্থে বা আমানতকারীদের '! দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থার স্বার্থে উক্ত আর্থিক প্রতিষ্ঠানের পুনর্গঠনের জন্য

  • উপ-ধারা (৩) আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ৪ নং আইন) এর ২ ধারাবলে

প্রতিস্থাপিত।