পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ vවAL ৩৭৬। কোন অনিবন্ধিকৃত কোম্পানী উহার সাধারণ নামে মামলা করার বা কতিপয় ড়োত্রে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারী না হইলে, অথবা অন্য যে কোন কারণে . আদালত যথাযথ মনে করিলে, আদালত অবলুপ্তি আদেশে অথবা পরবর্তী প্রদত্ত নির্দেশদান । কোন আদেশ দ্বারা নির্দেশ দিতে পারে যে, কোম্পানী বা উহার পড়েগ উহার ট্রাষ্টীর সমস্ততা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা উহার যে কোন অংশ, সম্পত্তিতে o নিহিত বা সম্পত্তি হইতে উদ্ভূত সকল স্বার্থ এবং অধিকার, এবং আদায়যোগ্য èst দাবীসহ উহার সকল দায়-দায়িত্ব এই সবই সরকারী লিকুইডেটর হিসাবে তাহার No প্রতি ন্যস্ততা হইবে, এবং ইহার ফলে আদেশ অনুযায়ী সরকারী লিকুইডেটর SS এবং সরকারী লিকুইডেটর হিসাবে ঐ সম্পদের ব্যাপারে যে কোন মামলা বা . আইনগত কী দুয়ের বা উহাতে প্রতিষ্ঠিত করতে পরুিন অথবা ১ কার্যকরভাবে কোম্পানীর অবলুপ্তি ও উহার সম্পত্তি পুনরত্নদ্ধারের উদ্দেশ্যে যে ১ মামলা বা আইনগত কার্যধারা দায়ের বা উহাতে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়ােজন হয়। তাহা করিতে পারিবেন। so ള് ৩৭৭। অনিবন্ধিকৃত কোম্পানীসমূহের ড়েঙ্গত্রে এই খণ্ডের বিধানাবলী, এই খুঞ্জুে বিধানসমূহ আদালত কর্তৃক কোম্পানী অবলুপ্তি ব্যাপারে, এই আইনের পূর্ববর্তী "লি বিধানাবলীকে ভূগ্নে করিবে না, বরং অতিরিক্ত হইবে; এবং আদালত বা সরকারী - লিকুইডেটর নিবন্ধিকৃত কোম্পানীর ড়েঙ্গত্রে এমন যে কোন ড়ঙ্গমতা প্রয়োগ বা যে কোন কাজ করিতে পারিবেন যাহা আদালত বালিকুইডেটর এই আইনের অধীনে গঠিত ও নিবন্ধিকৃত কোম্পানীর অবলুপ্তির ড়েগত্রে করিতে পারেন; কিন্তু অনিবন্ধিকৃত কোম্পানী, উহার অবলুপ্তির উদ্দেশ্য ব্যতীত, এই আইনের বিধানাবলী অনুযায়ী একটি কোম্পানী বলিয়া গণ্য হইবে না এবং উহার অবলুপ্তির উদ্দেশ্যে এই খণ্ডে যে বিধান করা হইয়াছে কেবলমাত্র সেই বিধানের ཁྱོ་གར་ལ་རྩེ་ཙེ་ཨ་ཨ་ཨང་གི་གྲྭ་ཀྱ༧་ཨ་བྷམ་ཤ་ ১১ দশম খণ্ড o ૭૧ છે. হইতে ৩৮৭ ধারার বিধানাবলী সকল বিদেশী কোম্পানীর ఘ్రాణా শুনি ক্রমেশনকোলকা- ಧ್ಧಿ (ক) বাংলাদেশের বাইরে নিমিত যে কোম্পানী এই আইন প্রবর্তিত § হওয়ার পর বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসাস্থলে বা কর্মস্থলে প্রতিষ্ঠা ost করে; এবং (খ) বাংলাদেশের বাহিরে নিগমিত যে কোম্পানী এই আইন প্রবর্তিত হওয়ার পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসাস্থল বা কর্মস্থল প্রতিষ্ঠা করিয়াছে এবং এই আইন প্রবর্তিত হওয়ার সময়েও উহা প্রতিষ্ঠিত ছিল।