পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ost 8○8 কোম্পানী আইন, ১৯৯৪ (খ) তিনি প্রমাণ করেন যে, কোন ঘটনা সম্পর্কে তাহার সৎবিশ্বাসজনিত (honest) ভুলের কারণে উক্ত অমান্যকরণ বা লংঘন সংঘটিত হইয়াছে; অথবা (গ) উক্ত অমান্যকরণ বা লংঘন এমন কিছু বিষয়ের ড়োত্রে সংঘটিত হইয়াছে যে, তাহা সম্পর্কে বিচারকারী আদালত এইরূপ অভিমত পোষণ করে যে, উহা একটি তুচ্ছ বিষয় অথবা সার্বিক অবস্থা বিবেচনা করিয়া যুক্তিসংগতভাবে উক্ত পরিচালককে বা অন্য ব্যক্তিকে অব্যাহতি দেওয়া যায়: তবে শর্ত থাকে যে, উক্ত পরিচালক বা অন্য ব্যক্তি ১৩৫ ধারার (১) উপধারা অনুসারে তফসিল-৩ এর প্রথম খণ্ডের ১৮ অনুচ্ছেদে বিনির্দিষ্ট হওয়ার জন্য দায়ী হইবেন না, যদি ইহা প্রমাণিত হয় যে, ੇ বিষয়াদির ব্যাপারে তিনি অবহিত ছিলেন না। o (৪) এই ধারার অধীন দায়-দায়িত্ব ছাড়াও এই আইনের অধীনে । - বিধান বা অন্য কোন আইনের অধীনে কোন ব্যক্তির দায়-দায়িত্ব থাকিলে উহাকে এই ধারার কোন কিছুই সীমিত বাহাস করিবে না। N o ৩৯০। (১) বাংলাদেশের বাহিরে নিগমিত কেন কোম্পানীর শেয়ার মূলধনে চাঁদাদান বা উহার শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে কোন ব্যক্তি জনসাধারণের বাড়ী বাড়ী বা কোন ব্যক্তি বিশেষের বাড়ীতে প্রস্তাব লইয়া গেলে তাহা দণ্ডনীয় অপরাধ হইবে। & (২) উপ-ধারা (১) এ উলিল্লখিত বাড়ী বলিতে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত অফিস অন্তর্ভুক্ত হইবে না। o (৩) কোন ব্যক্তি এই ধারার বিধান লংঘন করিয়া কোন কাজ করিলে তিনি ཨ་(iཁ apག་རྩ་བྱེད་ཨུ་ཨུ་ལྀats aང་གི་ལྟ་ལྷ་རྩེར་ཕབ། ། ৩৯১। বাংলাদেশের বাহিরে নিগমত কোন কোম্পানীর কোন ব্যবসাস্থল বা কর্মস্থল বাংলাদেশে থাকিলে এবং বাংলাদেশে উহার কোন সম্পত্তি থাকিলে বা তৎকর্তৃক অর্জিত হইলে, এইরূপ সম্পত্তির উপর সৃষ্ট সকল চার্জের ড়োত্রে ১৫৯ হইতে ১৬৮ (উভয় ধারাসহ) এবং ১৭১ হইতে ১৭৬ (উভয় ধারাসহ) N. \ তবে শর্ত থাকে যে, যদি বাংলাদেশের বাহিরে কোন চার্জের সৃষ্টি হয় অথবা কোন সম্পত্তির অর্জন বাংলাদেশের বাহিরে সম্পন্ন হয়, তবে ১৫৯(১) ধারার শতাংশের (অ) দফা এবং ১৬০(১) ধারার শর্তাংশ এইরূপে প্রযোজ্য হইবে যেন উক্ত সম্পত্তি, যেখানেই অবস্থিত থাকুক না কেন তাহা, বাংলাদেশের বাহিরে অবস্থিত। চার্জের ড়েগত্রে প্রযোজ্য বিধান