পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>○ কোম্পানী আইন, ১৯৯৪ (২) উক্ত এ্যাক্ট রহিত হওয়া সত্ত্বেও (ক) উক্ত এ্যাক্টের অধীনে বা উহার বিধান অনুসারে প্রদত্ত কোন আদেশ, নির্দেশ বা নিয়োগ, বা প্রণীত কোন বিধি, প্রবিধান বা অন্য বিধান বা কৃত বন্ধক বা অন্যবিধ হস্তান্তর, সম্পাদিত কোন চুক্তি বা অন্যবিধ দলিল, ইসুকৃত কোন কিছু গৃহীত কোন সিদ্ধান্ত বা ব্যবস্থা বা প্রদত্ত ফিস, অর্জিত - অধিকার বা দায়-দায়িত্ব বা কৃত অন্য কোন কিছু যদি এই আইন প্রবর্তনের ് ಗ್ಜಿ ಕ್ಲಿಕ್ಳಗ್ಗಿಲ್ಗಿಗ್ದಿ থাকে, তবে তাহা, এই আইনের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেড়ে গ, কার্যকর এবং অব্যাহত থাকিবে এবং ঐগুলি এই আইনের অধীনে ড়ে গত্রমতে প্রদত্ত, প্রণীত, সম্পাদিত, ইসুকৃত, গৃহীত, অর্জিত বা কৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে: . -- (খ) উক্ত এ্যাক্টের অধীনে বা তার প্রদত্ত ড্ৰামতাবলে নিযুক্ত ব্যক্তি এই আইনের অধীনে বা এই আইন দ্বারা প্রদত্ত ড়ামতাবলে নিযুক্ত হইয়াছেন বলিয়া গণ্য হইবে; o (গ) এই আইন প্রবর্তনের সময় নিবন্ধন কার্যাদি সম্পন্ন করার সময় যে সকল কার্যালয় বিদ্যমান ছিল সেগুলি এইরূপে অব্যাহত থাকিবে যেন উহারা এই আইনের অধনপ্রতিষ্ঠিত হইয়াছিল; (ঘ) উক্ত এ্যাক্টের কোন বিধানের অধীনে রড়িাত বা প্রণীত কোন বহি বা অন্যবিধ দলিল উক্ত বিধানের সহিত সদৃশ্য এই আইনের বিধানের অধীন রড়াণীয় বা প্রণীতব্য বহি বা অন্যবিধ দলিলের অংশ বলিয়া গণ্য হইবে: o - (ঙ) উক্ত এ্যাক্টের অধীন গঠিত তহবিল এবং রড়িাত হিসাব অব্যাহত থাকিবে এবং উহারা এই আইনের সদৃশ বিধানের অধীনে গঠিত বা রড়ি গতবলিয়াগ্য হইবে। (৩) এই আইনের কোন কিছুই উক্ত এ্যাক্টের অধীনে কোন কোম্পানীর নিগমিতকরণ zit fot TT TKF weRt Insurance Act, 1938 (IV of 1938) -এর বিধানাবলীর কার্যকরতাকে ভুঞ্জ করবে না। General C ৪০৩ ৷৷ ৪০২ ধারায় বা অন্যান্য ধারায় কোন নির্দিষ্ট বিষয়ের উলেমুখের Clauses Act, * ""، ، ، ، ، 1897 to Section FET-İ GETTET GITT General Clauses Act, 1897 (X of 1897) ET 6 এই আইরেক্টই section 6 এর প্রয়োগ ড্রান্ন বা সীমিত হইবে না। ড়োত্রে প্রযোজ্য -్యకాణా ৪০৪ । এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, G পাঠ প্রকাশ এই আইনের ইংরেজীতে অনুদিত একটি পাঠ প্রকাশ করিবে, যাহা এই আইনের অনুমোদিত ইংরেজী পাঠ (Authentic English Text) নামে অভিহিত হইবে: তবে শর্ত থাকে যে, এই আইন ও উক্ত ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ড়ে গত্রে এই আইন প্রাধান্য পাইবে।