পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8ミ○ মূলধনের পরিবর্তন ৪১। কোম্পানীর সাধারণ সভার অনুমোদন ও সিদ্ধান্ত অনুসারে পরিচালকগণ শেয়ার মূলধন বৃদ্ধি এবং বর্ধিত শেয়ার মূলধনকে নির্দিষ্ট মূল্যমানের শেয়ারে বিভাজন করিতে পারিবেন। ৪২। কোম্পানীর শেয়ার মূলধন বৃদ্ধির সিদ্ধান্তোর নির্দেশ সাপেড়েঙ্গ, নতুন মূল্যের আনুপাতিক হারে শেয়ার বিক্রয়ের প্রস্তাব দিতে হইবে। এইরূপ প্রস্তাব নোটিশের দ্বারা দিতে হইবে, এবং উক্ত নোটিশে শেয়ারের সংখ্যা এবং | উহা গ্রহণের সময়সীমাসহ উলেস্নখ করিতে হইবে যে, উক্ত সময়ের মধ্যে শেয়ার o গৃহীত না হইলে প্রস্তাব প্রত্যাখ্যান করা হইয়াছে বলিয়া অবহিত হওয়ার পর ১ কিংবা গ্রাহক প্রস্তাব প্রত্যাখ্যান করিয়াছেন বলিয়া অবহিত করার পর পরিচালকগণ তাঁহাদের বিবেচনামত কোম্পানীর জন্য সর্বাধিক লাভজনক পন্থায়, উক্ত শেয়ারের বিলি ব্যবস্থা করিবেন। পরিচালকগণের মতে যদি কোন নূতন শেয়ার উক্ত অনুপাতের কারণে এই প্রবিধানের অধীনে সুবিধাজনকভাবে বিক্রয়ের ང་ལ་ལྷ་རྨ་ཁ་གཙང་ལ་ཝ་ཤ་ཥ་ཐ་ལ་ཐ་ཐི་མ་ལ་། མ་ ৪৩। তলবী অর্থের পরিশোধ, পূর্বস্বত্ব, হস্তান্তর, স্বতান্তার, বাজেয়াপ্তকরণ এবং অন্যবিধ ড়েঙ্গত্রে, আদি শেয়ার মূলধনের শেয়ার সম্পর্কে যে হইবে। So o, ৪৪। কোম্পানী উহার সাধারণ সিদ্ধাতের মাধ্যমে (ক) ༦༧པཤཨོཾ༔སྟེ་ཝམ་ একীভূতকরণ করিতে এবং উহাকে বর্তমান শেয়ারমূল্য অপেড় উচ্চতর মূল্যের শেয়ারে বিভক্ত করতে পারবে। (খ) বিদ্যমান শেয়ারসমূহ বা উহার যে কোন সংখ্যক শেয়ারকে পুনঃবিভাজিত করিয়া, কোম্পানী আইন, ১৯৯৪ এর ৫৩ ধারার (১) © উপ-ধারার (ঘ) দফার বিধান সাপেড়ো, সংঘস্মারক দ্বারা নির্ধারিত so মূলধনের সম্পূর্ণকে বা উহার অংশ বিশেষকে ভূদ্রতর মূল্যের শেয়ারে S বিভক্ত করিতে পারিবে; sò (গ) কোন শেয়ার, যাহা সিদ্ধান্ত গ্রহণের তারিখে কোন ব্যক্তি গ্রহণ করেন G নাই বা গ্রহণ করিতে স্বীকৃত হন নাই তাহ, বাতিল করিয়া দিতে পারিবে ।