ost 8Գեr কোম্পানী আইন, ১৯৯৪ S (ঙ) যে ব্যক্তিগণকে স্বেচ্ছাধীন অধিকার বা উহা লাভের অধিকার দেওয়া হইয়াছে অথবা বিদ্যমান শেয়ার হোল্ডার বা ডিবেঞ্চার- হোল্ডারকে প্রদত্ত হইয়া থাকিলে উক্ত শেয়ার বা ডিবেঞ্চারের বর্ণনা। (ক) যে ড়েগত্রে কোম্পানীর সাধারণ কার্যাবলী/ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে এই বিবরণের তারিখের পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে কোম্পানী যে সকল ব্যক্তির নিকট কোন সম্পত্তি ক্রয় বা অর্জনের চুক্তি সম্পাদন করার সম্মতি প্রদান বা ১২ । § (গ) ব্যবসায়ের সুনামসহ (goodwill) S উক্ত সম্পত্তি বাবদ কোন অর্থ প্রদত্ত বা প্রদেয় হইয়া থাকিলে তাহা উলেস্নখ করতঃ নগদ, শেয়ার বা ডিবেঞ্চারের প্রদত্ত বা প্রদেয় অর্থের পরিমাণ । - - so (ঙ) ব্যক্তি/ শেয়ারহোল্ডার/ ডিবেঞ্চার- হোল্ডার এর নাম ও ঠিকানা। ১২। (ক) বিক্রেতা/ব্যক্তির নাম, ঠিকানা ও পেশা . . . . o Co- - - - - - - - - - - - - - -്
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।