পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q o o -so 8br8 কোম্পানী আইন, ১৯৯৪ তফসিল-৫ এর দ্বিতীয় খণ্ড o সন্নিবেশিতব্য প্রতিবেদনসমূহ o ১। কোম্পানীর অইসুকৃত শেয়ার বা ডিবেঞ্চার কোন ব্যবসা ক্রয়ের জন্য প্রয়োগ করিতে হইলে, হিসাবরড়গকগণের নামসহ নিম্নবর্ণিত বিষয়াদির উপর তাহাদের একটি প্রতিবেদন থাকিতে হইবে- .ും് (ক) রেজিষ্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসরে উক্ত ব্যবসার লাভ ও ভূগতির হিসাব প্রতি বৎসরের ভিত্তিতে এবং যে সর্বশেষ তারিখ পর্যন্ত হিসাব প্রণীত হয় সেই তারিখ পর্যন্ত উক্ত লাভ-ড়াতির অবস্থা; এবং & (খ) সর্বশেষ যে তারিখ পর্যন্ত হিসাব প্রণয়ন করা হইয়াছে সেই তারিখে উক্ত ব্যবসায়ের পরিসম্পদ ও দায়-দায়িত্ব। & (১) লঙ্গেল স্পেনীয় কৈ শেয়ার বাজিলে প্রত্যঙ্গ বা পরোড়গ প্রয়োগের মাধ্যমে অন্য কোন নিগমিত সংস্থার শেয়ার অর্জনের জন্য এমন প্রস্তাব করা হয় যে, উক্ত অর্জন দ্বারা বা উহার ফলশ্রমৃতিতে বা উহার সহিত সংশিল্পষ্ট কোন কিছু করার সূত্রে সংস্থাটি উক্ত কোম্পানীর অধীনস্থ কোম্পানীতে পরিণত হইবে, সে ড়েঙ্গত্রে হিসাবরঙ্গকগণ এই অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ (২) এবং (৩) এর বিধান অনুসারে একটি প্রতিবেদন প্রণয়ন করিবেন, যাহাতে তাহদের নামসহ উক্ত সংস্থার লাভ-ডুগতি, পরিসম্পদ এবং দায়-দায়িত্বের বিবরণ উলেস্নখ থাকিবে; এবং উহাতে আরো উলেস্নখ করিতে হইবে যে, কোম্পানীর সদস্যের উপর উক্ত শেয়ারসমূহের ব্যাপারে উক্ত সংস্থার লাভ-ডুগতির - cمبہ প্রভাব কিরূপ হইত এবং সংস্থাটির হিসাব প্রণীত উক্ত পরিসম্পদ ও দায়-দায়িত্বের ব্যাপারে উহার অন্যান্য শেয়ারের হোল্ডারগণকে কি সুবিধা প্রদেয় হইত। (২) উক্ত অন্য নিগমিত সংস্থার কোন অধীনস্থ কোম্পানী না থাকিলে, অনুচ্ছেদ (১)-এ উলিস্নখিত প্রতিবেদনে নিম্নবর্ণিত বিষয়াদি বিধৃত থাকিবে (ক) রেজিষ্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসর পর্যন্ত সময়ের লাভ-ড়াতির বর্ণনা, প্রতি অর্থ বৎসর ভিত্তিতে; এবং (খ) সর্বশেষ যে তারিখ পর্যন্ত উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের হিসাব প্রণীত হইয়াছে সেই তারিখে উহার পরিসম্পদ ও দায়-দায়িত্বের বর্ণনা।