পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bや2 কোম্পানী আইন, ১৯৯৪ (৩) উক্ত অন্য নিগমিত সংস্থার এক বা একাধিক অধীনস্থ কোম্পানী থাকিলে, উপ-অনুচ্ছেদ (১) এ উলিস্নখিত প্রতিবেদনটিতে নিম্নবর্ণিত বিষয়াদির বিধৃত থাকিবে (ক) উপ-অনুচ্ছেদ (২) এর বিধান অনুসারে উক্ত সংস্থার লাভ ও ড্রগতি পৃথকভাবে উলেস্নখ ছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদি(অ) উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশিল্পষ্ট রহিয়াছে এইরূপ সামগ্রিক লাভ-ডুৰ্গতি, যাহাতে উক্ত সকল অধীনস্থ কোম্পানীর লাভ বা ডুগতি অন্তর্ভুক্ত থাকিবে, অথবা (আ) পৃথক পৃথকভাবে প্রত্যেক অধীনস্থ কোম্পানীর এমন লাভ বা ড় গতি যাহাতে উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশিল্পষ্ট রহিয়াছেঃ (খ) দফা (ক) অনুসারে উক্ত সংস্থার লাভ-ড়াতির পৃথক বর্ণনার পরিবর্তে ১ উহার অধীনস্থ কোম্পানী বা কোম্পানীসমূহের সামগ্রিক লাভ-ভৃঙ্গতির যে অংশে উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশিল্পষ্ট সেই অংশসহ উক্ত সংস্থার সামগ্রিক লাভ-ডুগতির বর্ণনা; o (গ) উপ-অনুচ্ছেদ (২) অনুসারে উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের পৃথক বিবরণ ছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদির বিবরণ Jo (অ) উক্ত সংস্থার অধীনস্থ সকল কোম্পানীর সামগ্রিক পরিসম্পদ ও o দায়-দ ३ ; অথব N § റു്. (আ) পৃথক পৃথকভাবে প্রতিটি অধীনস্থ কোম্পানীর পরিসম্পদ ও দায়-দায়িত্ব; o (ঘ) কোম্পানীর সদস্যগণ ব্যতীত অন্য কোন ব্যক্তিকে, উক্ত অধীনস্থ কোম্পানীসমূহের পরিসম্পদ ও দায়-দায়িত্বের ব্যাপারে প্রদেয় দস্তি O - ് তফসিল-৫ . സ് এর o ৩য় খণ্ড Q - পঞ্চম তফসিলের প্রথম ও দ্বিতীয় খণ্ডের ড়োত্রে প্রযোজ্যবিধানাবলী Q sò ১। এই তফসিলে বিক্রেতা বলিতে তফসিল ২-এ তৃতীয় খণ্ডে সংজ্ঞায়িত CŞ ‘বিক্রেতা শব্দটির অর্থও অন্তর্ভুক্ত হইবে এবং অর্থ বৎসর’ শব্দটি উক্ত তফসিলের উক্ত খণ্ডে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থ বহন করিবে । NON് * ് o - -