পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8$o কোম্পানী আইন, ১৯৯৪ সংঘবিধি (যাহা পূর্ববর্তী সংঘ-স্মারকের সহিত সংযুক্ত হইবে)। সদস্য-সংখ্যা ১। নিবন্ধনের উদ্দেশ্যে এতদ্বারা ঘোষণা করা হইল যে, কোম্পানীতে . . . . o . জন সদস্য থাকিবে। No

  • ২। পরবর্তীতে পরিচালকগণ কোম্পানীর কার্যাবলী অথবা কোম্পানীর CŞ প্রয়োজনে যে কোন সময় সদস্যগণের সংখ্যা বর্ধিত করিতে এবং তাহা নিবন্ধন o করিতে পারিবেন। Ro

N & সদস্যের সংজ্ঞা ve ৩। প্রত্যেক ব্যক্তি, যিনি অতঃপর বিধৃত প্রবিধান অনুসারে, . . . ..s... .". - - - - - - - - - - - - - - - - - - - - - করেন (যেমন- কোন জাহাজ অথবা উহার কোন শেয়ারের বীমা করেন) তিনি কোম্পানীর সদস্য হইতে পদান করিয়াছেন বলিয়া গণ্য হইবেন। No രു সাধারণ সভা o Q ৪। কোম্পানীর প্রথম সাধারণ সভা কোম্পানী নিগমিত (incorporated) হওয়ার কমপড়েগ এক মাস পর তবে অধিক তিন মাসের মধ্যে পরিচালকগণের নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে, o ৫। কোম্পানীর সাধারণ সভা কর্তৃক নির্ধারিত সময়ে ও স্থানে বিগত বার্ষিক সাধারণ সভার তারিখ হইতে অনধিক পনের মাসের মধ্যে প্রতি বৎসর একটি সাধারণ সভা অনুষ্ঠিত হইবে, অথবা ইহাতে ব্যর্থ হইলে, পরবর্তী যে মাসে নির্ধারিত সময়ে ও স্থানে সাধারণ সভা অনুষ্ঠিত হইবে। অনুরূপভাবেও সাধারণ সভা অনুষ্ঠিত না হইলে, কোম্পানীও অন্ততঃ দুইজন সদস্যের আহবানে উক্ত সভা অনুষ্ঠিত হইবে এবং আহবানকারী সদস্যগণ যতদূর সম্ভব সেই একই পদ্ধতি অনুসরণ করবেন যে পদ্ধতি এতদুদ্দেশ্যে পরিচালকগণ অনুসরণ করিয়া থাকেন। UN ৬। উপরি-উলিস্নখিত সাধারণ সভাসমূহ সাধারণ সভা নামে অভিহিত হইবে এবং অন্যান্য সকল সাধারণ সভা বিশেষ সভা নামে অবহিত হইবে।