পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৯২ কোম্পানী আইন, ১৯৯৪ ১৩। সদস্যগণের রিকুইজিশনজনিত সভার ড়েগত্রে, সভার নির্ধারিত সময়ের এক ঘন্টার মধ্যে কোরাম না হইলে উক্ত সভা ভংগ করিতে হইবে; অন্য যে কোন সভার ড়েগত্রে, ইহা পরবর্তী সপ্তাহের একই দিন, একই সময় ও একই স্থানে অনুষ্ঠানের জন্য মূলতবী হইয়া যাইবে; এবং অনুরূপ মূলতবী সভায় কোরাম না হইলে উক্ত সভা অনির্দিষ্টকালের জন্য মূলতবী থাকিবে। è ১৪। পরিচালক পরিষদের চেয়ারম্যান কোম্পানীর প্রত্যেক সাধারন সভায় ് সভাপতিত্ব করিবেন। © ১৫। সভা অনুষ্ঠানের সময় চেয়ারম্যান উপস্থিত না থাকিলে, উপস্থিত ് সদস্যগণ তাহাদের মধ্য হইতে একজনকে সভাপতি নির্বাচিত করিবেন। o R ১৬। সভাপতি সভার সম্মতিক্রমে বিভিন্ন সময় ও স্থানে উক্ত সভা মূলতবীকরিতে পারবেন। তবে সভা যে পর্যায়ে মূলতবী হয় সেই পর্যায়ে অনিষ্পন্ন থাকা ******ു ১৭। যে কোন সাধারণ সভায়, কোন বিষয়ে কমপড়ে তিনজন সদস্য কর্তৃক আনুষ্ঠানিক ভোট (poll) গ্রহণ দাবী না করা হইলে, উক্ত সভায় উক্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হইয়াছে মর্মে সভাপতির ঘোষণা এবং তদনুযায়ী কোম্পানীর কার্যধারা বহিতে উহা লিপিবদ্ধকরণ সিদ্ধান্তোর পড়েগ বা বিপড়েগ প্রদত্ত ভোটের সংখ্যা বা অনুপাতের প্রথম ব্যতিরেকেই, উক্ত সিদ্ধান্ততা গ্রহণের সত্যতার চূড়ান্তা সাড়গ্য বলিয়া গণ্য হইবে। §

১৮। কোন সাধারণ সভায় কোন বিষয়ে অন্ততঃ তিনজন সদস্য পর্ব অনুষ্ঠিত হইবে এবং য়ে সভায় ভোট দাবী করা হইয়াছিল সেই সভার সিদ্ধান্ত ভোটের ফলাফলের ভিত্তিতে গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। SS ১৯। প্রত্যেক সদস্যের একটি মাত্র ভোট থাকিবে, একাধিক নয়। O) ཟེ༠i་কোন সদস্য উন্মাদ (Lunatic) কিংবা জড়বুদ্ধি (Idiot) হইলে তিনি এতদুদ্দেশ্যে তাহার জন্য নিযুক্ত কমিটি বা অন্যান্য আইনানুগ অভিভাবকের ও মাধ্যমে ভোট দিতে পারিবেন। eS ২১। কোন সদস্যের নিকট কোম্পানীর পাওনা সমুদয় অর্থ পরিশোধিত না হওয়া পর্যন্ত তিনি কোম্পানীর কোন সভায় ভোট প্রদানের অধিকারী হইবেন না ।