পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ৫২৭ (আ) প্রত্যেক শ্রেণীর উৎপাদিত পণ্যের বিভাজন ও উহার পরিমাণ উলেস্নখপূর্বক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক ও সমাপ্তিকালীন মজুত এবং মজুতের পরিমাণ; (ঙ) বাণিজ্যিক কোম্পানীর ড়োত্রে, কোম্পানী কর্তৃক কেনা-বেচাকৃত প্রত্যেক শ্রেণীর পণ্যের বিভাজন এবং উহাদের পরিমাণ উলেস্নখ করতঃ ক্রীত পণ্যের পরিমাণ এবং উহার প্রারম্ভিক এবং সমাপ্তিকালীন মজুত; (চ) সেবা প্রদানকারী বা সেবা সরবরাহকারী কোম্পানীর ড়োত্রে, প্রদত্ত বা সরবরাহকৃত সেবা হইতে লব্ধ সর্বমোট আয়; (ছ) যে কোম্পানী উপরোলিস্নখিত (ঘ) এবং (ঙ) শ্রেণীসমূহের একাধিক শ্রেণীর আওতায় পড়ে সেই কোম্পানীর ড়োত্রে, সংশিল্পষ্টo সময়ের প্রারম্ভে এবং সমাপ্তিকালে যে কাচামাল ছিল উহার পরিমাণসহ উক্ত দুই সময়ে মজুত পণ্য, ক্রয়, বিক্রয় এবং ব্যবহার, উহাদের মূল্য এবং পরিমাণের বিভাজন এবং প্রদত্ত সেবা হইতে লব্ধ মোট আয়ের পরিমাণ উলেস্নখ করা হইলে এই খণ্ডের বিধান পালিত হইয়াছে বলিয়া গণ্য করিতে হইবে: & (জ) অন্যান্য কোম্পানীর ড়োত্রে বিভিন্ন খাতে প্রাপ্ত মোট আয়; o o

টীকাসমূহ : টীকা (১) টীকা (২) ം് ^ কাঁচামাল ক্রয়, মজুত এবং মোট উৎপাদনের পরিমাণ সেইরূপ পরিমাণবাচক এককে প্রকাশ করিতে হইবে যেরূপভাবে ঐগুলি সাধারণত বাজারে ক্রয় অথবা বিক্রয় করা হয়। > দফা (ঘ), (ঙ) এবং (ছ) এর উদ্দেশ্য পূরণকল্পে, যে সমস্ত সামগ্রীর জন্য কোম্পানীর পৃথক ইন্ডাষ্ট্রিয়াল লাইসেন্স আছে, সেইগুলি পৃথক শ্রেণীর পণ্য বলিয়া গণ্য হইবে, আবার যে ড়োত্রে একই রকম সামগ্ৰী বিভিন্ন স্থানে উৎপাদনের জন্য অথবা লাইসেন্সকৃত উৎপাদন বা ধারণ ড্ৰামতা সম্পপ্রসারণের জন্য কোন কোম্পানীর একাধিক লাইসেন্স থাকে, সেড়োত্রে অনুরূপ সকল লাইসেন্সে অন্তর্ভুক্ত সামগ্ৰীসমূহ এক শ্রেণীর বলিয়া গণ্য হইবে। বাণিজ্যিক কোম্পানীসমূহের ড়োত্রে প্রধান নিয়ন্ত্রক, আমদানী ও রপ্তানী কর্তৃক আমদানীর লাইসেন্স প্রদানের মাধ্যমে গৃহীত শ্রেণী বিভাজন অনুযায়ী আমদানীকৃত সামগ্ৰীসমূহকে শ্রেণীভুক্ত করিতে হইবে। টীকা (৩) - ক্রয়, মজুত এবং মোট উৎপাদনের বিভাজন প্রদান করার ড়োত্রে অতিরিক্ত No. যন্ত্রাংশ এবং সহায়ক সরঞ্জামাদির মোট সামগ্ৰীসমূহ যাহাদের তালিকা যদি এতই বৃহদাকার হয় যে, সেইগুলিকে উক্ত বিভাজনে অন্তর্ভুক্ত করা শিরোনামের অধীনে শ্রেণীভুক্ত করা যাইতে পারে, তবে যে সমস্ত সামগ্রী মূল্যের হিসাবে এককভাবে মোট ক্রয় বা মজুতের মোট উৎপাদনের শতকরা দশ ভাগ বা আরো বেশী মূল্যমানের হয়, উহাদিগকে পৃথক এবং সুনির্দিষ্ট সামগ্ৰী হিসাবে উহাদের পরিমাণসহ বিভাজনে প্রদর্শন করিতে হইবে।