পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ IVථ $ (ঘ) অনিবাসী (non-resident) শেয়ারহোল্ডারের সংখ্যা, তাহদের ধৃত শেয়ারের সংখ্যা যাহার উপর লভ্যাংশ প্রাপ্য হয়, এবং যে বৎসরের সহিত উক্ত লভ্যাংশ সম্পর্কযুক্ত, তাহা বিশেষভাবে উলেস্নখকরতঃ সংশিল্পষ্ট অর্থ বৎসরে লভ্যাংশ বাবদ বৈদেশিক মুদ্রায় প্রেরিত অর্থের পরিমাণ; (ঙ) নিম্নলিখিত শিরোনামে শ্রেণী বিভাগ করিয়া অর্জিত বৈদেশিক মুদ্রার ് (অ) এফওবি ভিত্তিতে পণ্য রপ্তানী; ് (আ) রয়্যালটি, প্রযুক্তি-কৌশল, পেশাগত এবং পরামর্শ ফি; o (ই) সুদ এবং লভ্যাংশ; so (ঈ) ধরন উলেস্নখপূর্বক অন্যান্য আয়। o যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, জনস্বার্থে কোন তথ্য প্রকাশ করা উচিত হইবে না, এবং ইহা কোম্পানীর জন্য স্বার্থহানিকর হইবে, তাহা হইলে সরকার নির্দেশ দিতে পারবে যে, কোন কোম্পানী পরিসম্পদের মূল্যের অবচয়, নবায়ন বা অবনতি ব্যতীত অন্য ব্যবস্থাদির জন্য পৃথক করিয়া রাখা অর্থের পরিমাণ প্রদর্শন করিতে উক্ত কোম্পানী বাধ্য থাকিবে না, কিন্তু এইরূপ নির্দেশ এই শর্তসাপেড়ো হইবে যে অনুরূপভাবে পৃথক করিয়া রাখা অর্থের পরিমাণ হিসাবে ধরিয়া লওয়ার পর স্থিরীকৃত অর্থ, যে কোন শিরোনামেই হউক তাহা, উলেস্নখ করতঃ উক্ত ব্যবস্থাদি এইরূপে চিহ্নিত করিতে হইবে, যাহাতে উক্ত বিষয়ের সত্যতার নির্দেশ পাওয়া যায়। ত্ৰ ১০। (১) কোম্পানী আইন ১৯৯৪ বলবৎ হওয়ার পর কোম্পানীর সমীপে উপস্থাপিত ് § উহার প্রথম লাভ-ড়তির হিসাবে ড়োত্র ব্যতীত সংশিতুষ্ট অর্থ বৎসরের লাভ-ড়াতির হিসাবে প্রদর্শিত সকল খাতে খরচের পরিমাণের বিপরীতে অব্যবহিত পূর্বের বৎসরের লাভ-ড়াতির হিসাবের অনুরূপ খাতে নির্বাহীত খরচের পরিমাণও প্রদর্শন করিতে হইবে।

ു് (২) যে সমস্ত কোম্পানী সিকি বা অর্ধ বৎসরের জন্য লাভ ড্রাতির হিসাব

তৈরী করে, সেই সমস্ত কোম্পানীর ড়োত্রে (১) উপ-অনুচ্ছেদে আবশ্যকীয় বিষয়াবলী কোম্পানীর পূর্ববর্তী বৎসরের একই সময়ের লাভ-ড় গতির হিসাবের সহিত সম্পর্কযুক্ত হইবে।