পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(\రి8 কোম্পানী আইন, ১৯৯৪ তফসিল-১১ এর তৃতীয় খণ্ড ব্যাখ্যা ১১ । (১) প্রসংগের প্রয়োজন ভিন্নরূপ না হইলে, এই তফসিলের প্রথম এবং দ্বিতীয় খণ্ডের ് উদ্দেশ্য পূরণকল্পে- No (ক) ব্যবস্থা’ (provision) বলিতে, উপ-অনুচ্ছেদ (২) এর বিধান সাপেড়ো, এমন যে কোন পরিমাণ অর্থকে বুঝাইবে যাহা কোন পরিসম্পদের অবচয়, নবায়ন বা মূল্য হ্রাস সম্পর্কে ব্যবস্থা করার উদ্দেশ্যে অবলিখিত করা (Written off) বা রাখিয়া দেওয়া হয় (Retained) অথবা এমন অর্থকে বুঝাইবে যাহা, সঠিকভাবে পরিমাণ নিরূপণ করা যায় না এইরূপ, জ্ঞাত দায়-দেনা মিটানোর উদ্দেশ্যে রাখিয়া দেওয়া হয়: Y --~ (খ) "রিজার্ভ বলিতে, দফা (ক) এর বিধান সাপেড়ো, এমন কোন পরিমাণ অর্থ অন্তর্ভুক্ত হইবে না যাহা কোন পরিসম্পদের অবচয়, নবায়ন অথবা মূল্যহ্ৰাস এর জন্য ব্যবস্থা করার উদ্দেশ্যে অলিখিত বা রাখিয়া দেওয়া হয় অথবা কোন জ্ঞাত দায়-দেনা মিটানোর জন্য রাখিয়া দেওয়া হয়; (গ) রিজার্ভ মূলধন (Capital Reserve) বলিতে এমন কোন অর্থ অন্তর্ভুক্ত হইবে না যাহা লভভূতির হিসাবের মাধ্যমে বিতরণযোগ্য; এবং (ঘ) রিজার্ভ রাজস্ব বলতে রিজার্ড মূলধন ব্যতীত অন্য যে কেন রিজার্ডকে বুঝাইবে ‘.o তবে শর্ত থাকে যে, এই উপ-অনুচ্ছেদের দায়-দেনা বলিতে চুক্তিকৃত খরচ সম্পর্কিত সকল দায়-দেনা এবং অন্যান্য বিতর্কিত বা ঘটনাপেড়া (contingent) WR-GTFTW ন্তর্ভুক্ত হইবে। കും (২) যে ড়োত্রে (ক) কোম্পানী আইন, ১৯৯৪ এর প্রবর্তনের পূর্বে কোন স্থায়ী পরিসম্পদের S u & কোন পরিসম্পদের অবচয়, নবায়ন বা মূল্য হাসের ব্যবস্থা করার জন্য *N অবলিখিত বা রাখিয়া দেওয়া হয়, তাহার পরিমাণ, অথবা Q (খ) কোন জ্ঞাত দায়-দেনার ব্যবস্থা করার জন্য রাখিয়া দেওয়া অর্থের পরিমাণ; so পরিচালকগণের মতে, উক্ত উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয় পরিমাণ অপেড়া বেশী হয়, সেড়ে S গত্রে উক্ত অতিরিক্ত পরিমাণ অর্থ, অর্থ তফসিলের উদ্দেশ্য পূরণকল্পে, রিজার্ভ বা সংরড়িগত অর্থ হিসাবে গণ্য হইবে ব্যবস্থা হিসাবে নহে। ১২। অনুচ্ছেদ ১১-এর উদ্দেশ্য পূরণকল্পে, উদ্ধৃত বিনিয়োগ’ (quoted investment) বলিতে এমন কোন বিনিয়োগকে বুঝাইবে যাহার সম্পর্কে কোন অনুমোদিত ষ্টক এক্সচেঞ্জের মাধ্যমে লেন-দেন করার জন্য উদ্ধৃতি বা অনুমতি প্রদান করা হইয়াছে এবং অনুষ্কৃত (unquoted) বিনিয়োগ' শব্দগুলি সে অনুসারে ব্যাখ্যা করা হইবে ।