পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ © (চ) সংসদ-সদস্যগণের আবাসন সম্পর্কিত বিষয়াদির তত্ত্বাবধান; (ছ) সংসদের ক্যাফেটেরিয়ার তদারক ও উন্নতি সাধন; (জ) স্পীকার, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, বিরোধী দলের নেতা, সংসদ উপ- নেতা, বিরোধী দলের উপ-নেতা, হুইপগণ ও সংসদ-সদস্যগণকে 。 দেয় পারিশ্রমিক ও ভাতাদি প্রদান সম্পর্কিত কার্যাবলী; èst o - (ঝ) সংসদ-সদস্য ভবনসমূহের আসবাবপত্র সরবরাহকরণ; SS (ঞ) আন্তঃ সংসদীয় ইউনিয়ন, কমনওয়েলথ পার্লামেন্টার এসোসিয়েশন ও ് সার্কভুক্ত দেশসমূহের পার্লামেন্টের সহিত যোগাযোগ; <o" (ট) সংসদ, বিষয়ক মুক্তারে দুয়িত্বে নিয়ােজিত মন্ত্রর সুতি ২০ পরামর্শক্রমে আন্তর্জাতিক সংসদীয় কনভেনশন এবং দ্বি-পাক্ষিককুসু সেই তদ লিনি ছে যাবতীয় কার্য সম্পাদন; § o (ঠ) সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য । আবাসিক ভবনসমূহের বরাদ প্রদান; o (ع\ (9)གླང་༡༧༧༦་༧་༡༢་ཨ་ཙ༡༣ཚེs f་ཨཤ་ཨ་ཕ་ཕུརྩྭ་ (ঢ) সংসদ সচিবালয় সম্পর্কিত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন। .ര് & (S) সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব স্পীকারের উপর ন্যস্ত সংসদ সচিবালয়ের থাকিবে । > কতৃত্ব (২) স্পীকার তাহার এই দায়িত্ব স্বয়ং পালন করিবেন অথবা বিধি দ্বারা নির্ধারিত কোন কর্মকর্তার উপর অর্পণ করিবেন। o ৬। (১) সংসদ সচিবালয় সরকারের যে কোন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংসদ সুচিবালয়ের পরিবে। -২১ o (২) স্পীকার বিধি বা স্থায়ী আদেশ দ্বারা সংসদ সচিবালয়ের কার্যাবলী উৎপাদনা বাস্থ কলিন। o ৭। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত একটি সংসদ সচিবালয় সংসদ সচিবালয় CŞ থাকিবে, যথা:- কমিশন (ক) স্পীকার, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রধানমন্ত্রী বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত কোন সংসদ সদস্য;